• ঠিক রেশন পেয়েছেন? এবার গ্রাহকদের প্রশ্ন করে জেনে নেবে এআই
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
  • সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: গণবণ্টন ব্যবস্থাকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর করার উপর জোর দিচ্ছে মোদি সরকার। রেশন দোকানদারদের ওপর বাড়ানো হচ্ছে আরও নজরদারি। দেশের প্রায় ৮১ কোটি নাগরিককে বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু গ্রাহক সঠিক মাত্রায়, সঠিক মানের চাল-গম পাচ্ছে কি না, তার ওপর নজরদারি বাড়ানো হচ্ছে। কীভাবে? কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গ্রাহকদের মোবাইলে ফোন করে প্রতি মাসে জানতে চাওয়া হবে, প্রাপ্য ঠিক মতো পেয়েছেন তো? এ ব্যাপারে ‘আশা’ (অন্ন সহায়তা হলিস্টিক এআই সলিউশন) নামে বিশেষ ব্যবস্থা শুরু হয়েছে। আপাতত পাইলট প্রকল্প। ২০২৬ সালের মার্চের মধ্যে গোটা দেশে তা কার্যকর হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রতি মাসে ২০ লক্ষ গরিব রেশন গ্রাহকের কাছে যাবে ফোন। জানতে চাওয়া হবে সঠিক ওজনের খাদ্যশস্য পেয়েছেন? রেশন দোকান টাকা নিয়েছে কি? এর জন্য প্রতি মাসে খরচ হবে পাঁচ লক্ষ টাকা। জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়া। 

    ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর মন্তব্য, ‘কেন্দ্র নজরদারি বাড়াক, ক্ষতি নেই। তবে কোনও গ্রাহক যদি মিথ্যে বলেন তার কী হবে? তাছাড়া কবে কোথায় কোন গ্রাহক কত খাদ্যশস্য পাচ্ছেন, তা এমনিতেই রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের কারণে অনলাইনে সরকার রিপোর্ট পায়। তাই অহেতুক বছরে ৬০ লক্ষ টাকা খরচের কোনও অর্থ হয় না। তবে কি এই ফাঁকে ঘুরিয়ে মোদি সরকারের প্রকল্পের প্রচারই উদ্দেশ্য?’ প্রশ্ন তুলে দিলেন তিনি।  গ্রাহকদের রেশনের খোঁজখবরের পাশাপাশি এফসিআই এবং সেন্ট্রাল ওয়ার হাউসেও ঠিক সময়ে খাদ্যশস্য যাচ্ছে কি না, কত চাল-গম মজুত আছে জানার জন্য ‘ভাণ্ডারন-৩৬০’ নামে ক্লাউড বেসড ব্যবস্থা শুরু করছে কেন্দ্র। যেখানে গুদাম থেকে গাড়িতে খাদ্যশস্য যাওয়ার পুরো রাস্তা যেমন জিপিএসে নজরদারি হবে, কোথায় কখন কত খাদ্যশস্য পৌঁছল, কত মজুত আছে তা কৃত্রিম বুদ্ধিমত্তায় জানা যাবে। তবে মন্ত্রকের অফিসাররা যদি ফোনে সরাসরি খোঁজখবর না রাখেন, তাহলে আত্মিক যোগ নষ্ট হয় বলেই মন্তব্য কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টনমন্ত্রী প্রহ্লাদ যোশির। তিনি বলেন, সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হয়ে যাওয়াটাও ঠিক নয়। সত্যিই গরিবরা রেশন পাচ্ছেন কি না, তা আধিকারিকদেরও নজরে রাখতে হবে। 
  • Link to this news (বর্তমান)