নয়াদিল্লি: কালো ফিতে। হাতঘড়ির ডায়ালটি বাঘের প্রতিকৃতি যুক্ত ১৯৪৭ সালের এক টাকার কয়েন। দূর থেকে চকচক করছে স্টেনলেশ স্টিলের সেই ডায়াল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমনই একটি হাতঘড়ি পরতে দেখা গিয়েছে। তারপর থেকেই এনিয়ে চর্চা তুঙ্গে। ঘড়িটি নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন নেটিজেনরাও। জানা গিয়েছে, এই ‘রোমান বাঘ ওয়াচে’র দাম অন্তত ৫৫-৬০ হাজার টাকা। দেশের ঐতিহ্য, দেশীয় শিল্পের প্রসার তথা মেক-ইন-ইন্ডিয়া উদ্যোগকে বিশ্বের সামনে তুলে ধরতে তৈরি করা হয়েছে এই ঘড়ি। নেপথ্যে রয়েছে জয়পুর ওয়াচ কোম্পানি।
সম্প্রতি বেশ কয়েকটি জনসভা সহ একাধিক জায়গায় এই ঘড়ি পরেছেন নরেন্দ্র মোদি। সংস্থার তরফে জানা গিয়েছে, ৩১৬ এল (লো কার্বন) দিয়ে ঘড়ির ৪৩ মিমির ডায়াল তৈরি করা হয়েছে। ইতিহাস ও আধুনিকতার মিশেলে এই বিলাসবহুল ঘড়ির দাম অনেকটা বেশি। তবুও তরুণ থেকে বয়স্ক সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রোমান বাঘ ওয়াচ