গোটা বিশ্বজুড়ে এক্স হ্যান্ডলে বিভ্রাট, সমস্যা জেমিনাই, চ্যাট-জিপিটিতেও
বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বজুড়ে ডাউন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স (ট্যুইটার)। এদিন সন্ধ্যা ৫টা ১৫ থেকে ওয়েবসাইট বা অ্যাপ থেকে এক্স হ্যান্ডল ব্যবহার করতে পারছিলেন না বহু ব্যবহারকারী। লগ ইন, ফিড আপডেটের মতো বিষয়ে সমস্যা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। ডাউন ডিটেক্টর নামের এক সংস্থা জানিয়েছে, বেশিরভাগ সমস্যাই ছিল ফিড (৪৭শতাংশ), ওয়েবসাইট (৩০শতাংশ) এবং সার্ভার কানেকশন (২৩ শতাংশ) সংক্রান্ত। এক্সের পাশাপাশি জেমিনাই, চ্যাটজিপিটির মতো বহু প্ল্যাটফর্মেও দেখা গিয়েছে সমস্যা।
জানা যাচ্ছে, এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে ক্লাউডফেয়ার নামে পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক অপারেটিং কোম্পানি। পরিষেবা উচ্চ গতি, ট্র্যাফিক ও সাইবার অ্যাটাক থেকে রক্ষা করতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বহু নামী সংস্থা। সাধারণভাবে ওয়েবসাইট ও গ্রাহকের মাঝে আস্তরণ হিসেবে কাজ করে ক্লাউডফেয়ার। এক্সের পাশাপাশি জেমিনাই, পারপ্লেক্সিটির মতো প্ল্যাটফর্মের সমস্যার পিছনেও ওই সংস্থা। ক্লাউডফেয়ার জানিয়েছে, তারা ‘এই পরিস্থিতি সম্পর্কে অবগত। আমরা বিষয়টির প্রভাব ও সমাধান নিয়ে কাজ করছি।’ ওপেন এআই জানিয়েছে, তাদেরও চ্যাটজিপিটি সহ একাধিক ক্ষেত্রে বিপত্তি দেখা দিয়েছে। তবে তার কারণ ক্লাউডফেয়ার কি না, তা নিশ্চিত করেনি সংস্থাটি। পাশাপাশি ক্যানভা, আমাজন ওয়েব সার্ভিসেস, স্পটিফাই, পে পালের মতো প্ল্যার্টফর্মেও সমস্যা দেখা গিয়েছে বলে খবর।
প্রসঙ্গত, মে মাসেও একই রকম সমস্যা দেখা গিয়েছিল এক্সে। হাজার হাজার ব্যবহারকারী এক্স হ্যান্ডলে প্রবেশ করতে পারছিলেন না। তখন এলন মাস্ক জানিয়েছিলেন, সেই ঘটনার পিছনে রয়েছে সাইবার অ্যাটাক। মাস্কের ইঙ্গিত ছিল, ঘটনার পিছনে সরকারি প্রভাবও থাকতে পারে।