স্কুলের গাফিলতিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু, অভিযোগ পরিবারের
বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
বিশেষ সংবাদদাতা, আগরতলা: স্কুলের অনুষ্ঠান চলাকালে অসুস্থ হয়ে পড়েছিল দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শিক্ষিকাকে জানিয়েও লাভ হয়নি। পরে অভিভাবকরা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তার। ত্রিপুরার আগরতলার এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতার পরিবার।
আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীর নাম দ্বীপান্বিতা পাল। অভিযোগ, গত ৯ তারিখ স্কুলে একটি অনুষ্ঠান চলাকালে চড়া রোদে অসুস্থ হয়ে পড়ে সাড়ে সাত বছরের মেয়েটি। মৃতার বাবা দেবাশিস পালের অভিযোগ, অসুস্থতার কথা শিক্ষিকাকে জানিয়েছিল দ্বীপান্বিতা। কিন্তু, তিনি কোনও গুরুত্বই দেননি। শীতকালে রোদে দাঁড়ালে কিছু হয় না বলে এড়িয়ে যান। বাড়ি ফিরে নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হয়। অভিভাবকরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ছাত্রীর সানস্ট্রোক হয়েছে। শরীরের একদিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়ে নাবালিকা।
দ্বীপান্বিতার বাবার অভিযোগ, শিক্ষিকার গাফিলতির কারণেই মেয়ের মৃত্যু হল। এমনকী সানস্ট্রোকের কথা জানানোর পরও কেউ যোগাযোগ করেনি। পরে জেলাশাসক পর্যন্ত বিষয়টি জানাজানি হতেই হাসপাতালে মেয়েকে দেখতে যায় স্কুল কর্তৃপক্ষ। কিন্তু ততক্ষণে সে কোমায় চলে গিয়েছিল। এরপর থেকে আর কেউ স্কুলের তরফে খোঁজখবর নেয়নি।