• স্লোভানিয়ার সঙ্গে নিঃশুল্ক বাণিজ্য চুক্তির উদ্যোগ
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুর নরম করলেও এখনও ভারতের উপর থেকে শুল্কের খাঁড়া সরিয়ে নেয়নি আমেরিকা। তাই রপ্তানির জন্য বিকল্প বাজারের সন্ধান করছে দেশীয় শিল্পমহল। সেই তালিকায় ইউরোপের দেশগুলি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে শীঘ্রই শুল্কবিহীন আমদানি-রপ্তানির বিষয়ে চুক্তি হতে চলেছে বলে জানালেন স্লোভানিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। মঙ্গলবার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনাসভায় মেনসিন 

    বলেন, ‘ভারতীয় দূতাবাস এই বিষয়ে অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছে। নিঃশুল্ক বাণিজ্য চুক্তি সম্পন্ন হলে দুই দেশের পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে।’ মেনসিনআরও বলেন, ‘চিকিৎসা সরঞ্জাম সংক্রান্ত বাণিজ্যে ইতিমধ্যেই ভারত ও স্লোভানিয়া সাফল্য পেয়েছে। দূষণমুক্ত প্রযুক্তি, পরিবহণ, ওষুধ ও তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে তা আরও বাড়তে পারে।’
  • Link to this news (বর্তমান)