• ‘ডাবল ইঞ্জিন’ মহারাষ্ট্রে দশ মাসে আত্মঘাতী ৮৯৯ কৃষক
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
  • ছত্রপতি শম্ভাজিনগর: ‘ডাবল ইঞ্জিন’ মহারাষ্ট্রে কৃষকদের আত্মহত্যার ঘটনায় লাগাম টানা যাচ্ছে না।  চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর-এই দশ মাসে মারাঠাওয়াড়া অঞ্চলেই আত্মহত্যা করেছেন অন্তত ৮৯৯ জন কৃষক। এর মধ্যে বন্যার জন্য ফসলের ক্ষতি সহ নানা কারণে গত ৬ মাসে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৫৩৭ জন। মোদি সরকারের দাবি, কৃষকদের উন্নয়নের জন্য নানা প্রকল্প চালু করেছে তারা। কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের। তাদের বক্তব্য, বিজেপি জোট সরকার শাসিত মহারাষ্ট্রে কৃষকদের আত্মহত্যার পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক। 

     ছত্রপতি শম্ভাজিনগর, জালনা, নানদেদ, পারভানি, হিঙ্গোলি, লাতুর, বিদ ও ধারাশিব-এই আটটি জেলা নিয়ে মারাঠওয়াড়া অঞ্চল। এর মধ্যে ছত্রপতি শম্ভাজিনগরেই গত ৬ মাসে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যার (১১২) ঘটনা ঘটেছে। দ্বিতীয় স্থানে বিদ জেলা (১০৮)। কৃষক নেতা তথা প্রাক্তন সাংসদ রাজু শেট্টি দাবি করেছেন, ‘বন্যা ও দীর্ঘমেয়াদি বর্ষার জন্য ফসল ও ফলের বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ফসলের ক্ষতির জন্য নামমাত্র ক্ষতিপূরণকেও মৃত্যুর দায়ী করেছেন রাজু। যদিও কৃষি প্রতিমন্ত্রী আশিস জয়সওয়ালের দাবি, তাঁরা কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে পরিকল্পনা করছেন। এজন্য ১ লক্ষ কোটি টাকার বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মারাঠওয়াড়ার ৮ জেলার ক্ষতিপূরণের জন্য ৩২ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।
  • Link to this news (বর্তমান)