• রাজ্যের ৭০ শতাংশের বেশি সমবায়ে নির্বাচন সম্পূর্ণ: মন্ত্রী
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সমবায় সমিতিগুলিকে আরও চাঙ্গা করার লক্ষ্যে স্থায়ী বোর্ড গঠনে বিশেষ জোর দিয়েছিল রাজ্য। যার জন্য প্রয়োজন ছিল প্রতিটি সমিতিতে নির্বাচন করানো। সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেল রাজ্য। প্রায় ৭০ শতাংশের বেশি সমবায়ে নির্বাচন সুনিশ্চিত করেছে রাজ্য। অর্থাৎ, ৪৬৮৫টির মধ্যে নির্বাচন হয়ে গিয়েছে ৩১৩৪টিতে। বাকিগুলিতেও দ্রুত নির্বাচন করা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মঙ্গলবার ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (নাবার্ড) অনুষ্ঠানে জানিয়েছেন রাজ্যের সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার। ২০২৫ সালে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে চিহ্নিত করেছে রাষ্ট্রসঙ্ঘ। এই বিষয়টি মাথায় রেখেই এদিন রাজ্য স্তরের সমবায় কনক্লেভের আয়োজন করে নাবার্ড। বৈঠকে উপস্থিত পশ্চিমবঙ্গে নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার পি কে ভরদ্বাজ রাজ্যের সমবায় সমিতিগুলিকে সমৃদ্ধ করার লক্ষ্যে সব রকম পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)