• ইনিউমারশেন ফর্ম বিলিতে পিছিয়ে কলকাতা, দ্রুত শেষ করার নির্দেশ
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের অন্য জেলাগুলির তুলনায় ইনিউমারশেন ফর্ম বিলির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে কলকাতা। এনিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করল কমিশন। মঙ্গলবার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক বসেছিল কমিশন। আধিকারিকদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে তারা। 

    এদিন দুই কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার এসআইআরের কাজ পর্যালোচনার করতে বৈঠকে বসেছিল কমিশনের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), উত্তর এবং দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকরা (ডিইও) এবং ছিলেন জেলার ইআরও-রা। কলকাতায় এসআইআরের কাজের গতি নিয়ে প্রশ্ন তুলেছে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। কাজ শেষে জন্য তাঁরা ডিইও, ইআরও-দের সময় বেঁধে দিয়েছেন বলেও সূত্রের খবর। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে বিএলও-দের কাজে সাহায্য করতে হবে ইআরও, এইআরও, বিএলও সুপারভাইজারদের। সূত্রের খবর, কলকাতার অনেক এলাকায় ফর্ম বিলি করতে গিয়ে সমস্যায় পড়ছেন বিএলও-রা। অনেকের নাম, ঠিকানা খুঁজে না-পাওয়ার কারণে বিপত্তি। জানা গিয়েছে, ২৬ নভেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। 

    পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৭ কোটি ৬৩ লক্ষ ৬৩ হাজারের বেশি অর্থাৎ ৯৯.৫৫ শতাংশ ফর্ম বিলির কাজ শেষ। এছাড়া এখনও পর্যন্ত ১ কোটি ৯  লক্ষ অর্থাৎ ১৪.২৪ শতাংশ ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে। যদিও কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত ২ কোটি ৩৫ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় ওঠা নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ ভোটার তালিকা ম্যাপিংয়ের পর ২০০২ সালের তালিকার সঙ্গে মিল পাওয়া ২ কোটি ৩৫ লক্ষ ভোটারের তথ্য সংক্রান্ত ডেটা এন্ট্রির কাজ শেষ হয়ে গিয়েছে। আজ বুধবার সীমান্তের তিন জেলা মালদহ, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার এসআইআরের কাজ পর্যালোচনা করতে ওই তিন জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে কমিশনের প্রতিনিধি দল। 

    এদিকে, কমিশন জানিয়েছে, সুষ্ঠু এবং নিরপেক্ষতার সঙ্গেই পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের কাজ চলছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৫০ কোটি ৯৭ লক্ষ ৪৪ হাজার ৪২৩ জন ভোটারের মধ্যে ৯৮.৫৪ শতাংশকে ইনিউমারেশন ফর্ম বিলির কাজ শেষ হয়ে গিয়েছে। জমা পড়া ফর্মের মধ্যে ৫ কোটি ৯৯ লক্ষ ৮৪ হাজার ৩২টি ফর্ম ডিজিটাইজেশনের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছে কমিশন। 
  • Link to this news (বর্তমান)