নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বহুদিন। তা আর রিনিউ করেননি গুদামের মালিক। আইন ভেঙে এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম চালানোর অভিযোগে মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল দমকল বিভাগ। মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগটি দায়ের করেন লালবাজারের দমকল বিভাগের অফিসার ইনচার্জ। তার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস আইনের নির্ধারিত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।