• এজরা স্ট্রিটে আগুন: রিনিউ হয়নি গুদামের ফায়ার লাইসেন্স, মামলা
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বহুদিন। তা আর রিনিউ করেননি গুদামের মালিক। আইন ভেঙে এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম চালানোর অভিযোগে মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল দমকল বিভাগ। মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগটি দায়ের করেন লালবাজারের দমকল বিভাগের অফিসার ইনচার্জ। তার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস আইনের নির্ধারিত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

    গত শনিবার ভোরে এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সরঞ্জামের ওই গুদামে ভয়াবহ আগুন লাগে। তার জেরে আশপাশের প্রায় ৩০-৪০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লেগে গিয়েছিল। এই ঘটনায় আগেই মেয়র ফিরহাদ হাকিম দুষেছেন বিদ্যুতের উন্মুক্ত তারকে। এবার দমকল বিভাগের নিজস্ব তদন্তে জানা গেল, ফায়ার লাইসেন্স ছাড়াই গুদাম চালাচ্ছিলেন মালিক।
  • Link to this news (বর্তমান)