নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতির সঙ্গে সহবাস ও প্রতারণার অভিযোগে পার্ক স্ট্রিট থানার পুলিশ সোমবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার নাম সাদ্দাম আহমেদ। মঙ্গলবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ২৫ নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি রাধানাথ রং আদালতে বলেন, অভিযোগকারিণী সাদ্দামের সংস্থায় কাজ করতেন। সেই সূত্রে তাঁদের সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ওই ব্যক্তি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। অভিযোগ, এরপরই বেশ কিছুদিন ধরে মহিলার সঙ্গে সহবাস করেন ওই ব্যক্তি। পরে যুবতিকে বিয়ে করতে বেঁকে বসেন অভিযুক্ত। সম্প্রতি যুবতি পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সাদ্দামকে গ্রেফতার করে। অন্যদিকে, সিঁথি থানা এলাকায় প্রায় একই কায়দায় প্রতারণা করা হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতির কাছ থেকে ১ লক্ষ ১৩ হাজার টাকা হাতিয়ে নেন এক যুবক। তিনি নিজেকে প্রথমে অবিবাহিত বলে দাবি করেন। পরে দেখা যায়, তিনি বিবাহিত। পরবর্তী সময় তরুণীটি বার বার বিয়ের কথা বললেও যুবক এড়িয়ে যান। সিঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই পুলিশ নীরঞ্জন সাহা নামে ওই যুবককে সোমবার পাকড়াও করে। মঙ্গলবার শিয়ালদহ আদালত ধৃতকে ২১ নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন।