পোস্ট অফিস থেকে ৫ কোটি টাকা গায়েব, সতর্কবার্তা লালবাজারের
বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজেন্ট এস্টেট পোস্ট অফিস থেকে কোটি কোটি টাকা গায়েব হতেই নড়েচড়ে বসল লালবাজার। এই ঘটনার প্রেক্ষিতে লালবাজার সোশ্যাল মিডিয়ায় এক আবেদনে সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, ‘ডাকঘরের এজেন্টদের চোখ বন্ধ করে ভরসা করা যাবে না। তাঁদের মাধ্যমে বিনিয়োগ করলে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে পোস্ট অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি বিনিয়োগ সংক্রান্ত নথিও নিজের কাছে রাখতে হবে। বিনিয়োগের আগে অতি অবশ্যই এজেন্টের পরিচয়পত্র, লাইসেন্স নম্বর, রেজিস্ট্রেশন যাচাই করা উচিত গ্রাহকদের।’ উল্লেখ্য, রিজেন্ট এস্টেট পোস্ট অফিসে বিনিয়োগ হওয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি যাদবপুর থানা সিদ্ধার্থ কাঞ্জিলাল নামের এক এজেন্টকে গ্রেফতার করে। বর্তমানে এই মামলার তদন্ত করছেন লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা। প্রাথমিক তদন্তে লালবাজার জানতে পেরেছে, এত বড়মাপের আর্থিক কেলেঙ্কারির নেপথ্যে ওই পোস্ট অফিসের কোনও প্রভাবশালী জড়িত রয়েছে। তা না হলে, একজন সাধারণ এজেন্টের পক্ষে এত টাকা আত্মসাৎ করা কার্যত অসম্ভব। গোয়েন্দাদের দাবি, ধৃত সিদ্ধার্থ কাঞ্জিলাল আত্মসাৎ করা টাকা অনলাইন গেমিং অ্যাপে লাগিয়ে সর্বস্বান্ত হয়েছেন। ফলে এই মামলায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তাঁদের টাকা আদৌও কতটা ফেরত পাবেন, তা নিয়ে সন্দিহান লালবাজার। লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই মামলায় পোস্ট অফিসের কোনও কর্মীকে গ্রেফতার করা হয়নি। সংশ্লিষ্ট পোস্ট মাস্টার আগাম জামিন নিয়ে বসে রয়েছেন। ফলে তদন্তের গওতি থমকে গিয়েছে।