• নিউটাউনের আকাঙ্ক্ষা মোড় থেকে ৬৭৭ কেজি গাঁজা উদ্ধার, ধৃত সাত
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের সাতজনকে পাকড়াও করল বেঙ্গল এসটিএফ। উদ্ধার হয়েছে ৬৭৭ কেজি নিষিদ্ধ মাদক। সোমবার রাতে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড় থেকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে তাদের। উদ্ধার হয়েছে তিনটি গাড়ি। উত্তরবঙ্গ থেকে এই মাদক শহরে আনার পর অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল তাদের।

    এসটিএফের কাছে খবর ছিল, উত্তরবঙ্গ থেকে বিপুল পরিমাণ গাঁজা শহরে আসছে। গোডাউন ভাড়া নিয়ে এগুলি মজুত করে রাখা হতো। সেখান থেকে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত এই নিষিদ্ধ মাদক। এমনকি, ভিন রাজ্যেও পাঠানো হতো। এর পিছনে রয়েছে একটি বড়োসড়ো আন্তঃরাজ্য সিন্ডিকেট। একটি ফ্যামিলি কারে করে গাঁজা নিয়ে আসত তারা। গাড়িতে লাগেজ নিয়ে বসে থাকত কয়েকজন। সাধারণভাবে দেখলে মনে হবে, পরিবারের সদস্যরা কোথাও হয়তো বেড়াতে যাচ্ছে।

    এসটিএফের অফিসাররা জানতে পারেন, তিনটি গাড়িতে করে গাঁজা আনা হচ্ছে শহরে। গাড়ির নম্বর হাতে আসে তদন্তকারীদের। সেইমতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এসটিএফের টিম। নিউটাউনের আকাঙ্ক্ষা মো঩ড়ের কাছে ওই নম্বরের গাড়িগুলি আসামাত্র তাদের আটক করা হয়। তিনটি গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৬৭৭ কেজি গাঁজা। যার মূল্য প্রায় তিন কোটি টাকা। গাড়িতে থাকা সাতজনকেই গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, অনেকদিন ধরেই তারা গাঁজা নিয়ে এসে বিভিন্ন জায়গায় পৌঁছে দিত। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদের কাছে অর্ডার আসত। নগদে বা অনলাইনে পেমেন্ট হতো। এখানে যারা তাদের থেকে গাঁজা কেনে, তারা মূলত ছোটো এজেন্ট। তারাই বিভিন্ন জায়গায় পৌঁছে দিত এই মাদক। জানা গিয়েছে, গোটা রাজ্যেই ছড়িয়ে রয়েছে তাদের নেটওয়ার্ক। তাদের সঙ্গে যোগ রয়েছে, এমন লোকজনের তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)