বিনিয়োগের টোপ দিয়ে ৭২ লক্ষ প্রতারণা, ধৃত মধ্যপ্রদেশের যুবক
বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিনিয়োগের টোপে পা দিয়ে ৭২ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছিলেন নারায়ণপুরের এক যুবক। ওই ঘটনায় মধ্যপ্রদেশ থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল নারায়ণপুর থানার পুলিশ। ধৃতের নাম সানি ভিরহা ওরফে রাজা। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার আজাদচকে তার বাড়ি। পুলিশ জানিয়েছে, দু’দিন আগে তাকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে বিধাননগরে নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। আদালত পাঁচদিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেছে। জানা গিয়েছে, ওই যুবক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে প্রতারিত হন। একই কায়দায় প্রথমে বিনিয়োগ সম্পর্কে নানা গল্প করে প্রতারকরা। তারপর তাঁকে উচ্চ হারে রিটার্নের টোপ দেওয়া হয়। সেই ফাঁদে পড়ে তিনি মোট ৭২ লক্ষ ১৪ হাজার টাকা বিনিয়োগ করেন। কিন্তু, রিটার্ন তো দূরের কথা, বিনিয়োগ করা অর্থই ফেরত পারেননি। ১১ ফেব্রুয়ারি তিনি নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে নেমে পুলিশ এই যুবককে গ্রেফতার করে। অন্যদিকে, একইভাবে বিনিয়োগের ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন সল্টলেকের এক ব্যক্তি। তিনিও ১৭ লক্ষ ১৭ হাজার টাকার বিনিয়োগ করেছিলেন। কিন্তু, উচ্চ হারে রিটার্ন তো দূরের কথা, বিনিয়োগের অর্থও পাননি। গত ৫ জুন তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ওই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিকাশ সাউ। এই ঘটনার তদন্ত চলছে।