• LIVE: সৌদিতে বাস দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন অন্ধ্র সরকারের
    এই সময় | ১৯ নভেম্বর ২০২৫
  • সৌদি আরবে বাস দুর্ঘটনায় ভারতীয়দের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজিরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার সেই কমিটি সৌদি আরবে যাবে। সৌদির ‘মিনিস্ট্রি অফ হজ অ্যান্ড উমরাহ’-এর সঙ্গে বিশেষ বৈঠকে বসবে ওই কমিটি। 

    ভারতের কাস্টম্স ডিপার্টমেন্টের সঙ্গে যৌথ অভিযানে নেমে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। সোমবার গভীর রাতে ত্রিপুরার আগরতলায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে ভারতীয় সেনার অসম রাইফেলস। সেনার দাবি, উদ্ধার হওয়া কোকেনের বাজারমূল্য ৮ কোটি টাকা। 

    একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে পূবালী হাওয়া। দু’য়ের জোড়া ফলায় আপাতত কয়েকদিনের জন্য শীতল আমেজ উধাও বঙ্গ থেকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। আগামী দু’এক দিনের মধ্যে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • Link to this news (এই সময়)