• রেলিং তুলে রাস্তা বন্ধ রেলের, বিপাকে সাধারণ পথচারী থেকে স্কুল পড়ুয়ারা
    এই সময় | ১৯ নভেম্বর ২০২৫
  • এই সময়, আসানসোল: লোহার ব্যারিকেড তুলে প্রায় অর্ধ শতাব্দী পুরোনো রাস্তা বন্ধ করে দিল রেল। যার জেরে বিপাকে পড়েছেন সাধারণ পথচারী থেকে স্কুল পড়ুয়ারা। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় আসানসোলের ট্র্যাফিক জিমন্যাসিয়াম এলাকায়। লোহার রেলিং যাতে কেউ তুলে না-দেয় তাই আরপিএফ কর্মীদের মোতায়েন করেছে রেল। এ দিন তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দ্রুত লোহার ব্যারিকেড ভেঙে ফের রাস্তা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

    আসানসোলের ৪০ নম্বর ওয়ার্ডের ট্র্যাফিক জিমন্যাসিয়াম এলাকায় রেল আবাসনের মাঝখানে রয়েছে এই রাস্তা। জিটি রোডের সঙ্গে যুক্ত এই রাস্তা ঘিরে রয়েছে তিনটি উচ্চ মাধ্যমিক স্কুল। এই রাস্তা ধরে সহজে আসানসোল জেলা হাসপাতালে যাওয়া যায়। নিত্যযাত্রী ও স্কুলপড়ুয়া মিলিয়ে প্রতিদিন হাজারেরও বেশি মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই রাস্তা বন্ধ করে দিলে প্রচুর সমস্যা হবে বলে জানালেন এলাকার তৃণমূল পুরপ্রতিনিধি মৌমিতা বিশ্বাস। এ দিন স্থানীয়দের সঙ্গে বিক্ষোভে শামিল হয়ে তিনি বলেন, 'রাস্তাটি আগের অবস্থায় ফিরিয়ে না-দিলে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে।'

    রাস্তায় হঠাৎ ব্যারিকেড দেওয়ার কারণ জানতে চাইলে পূর্ব রেলের আসানসোল শাখার জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউড়ি বলেন, 'এটি রেলের বিভাগীয় সিদ্ধান্ত।' তবে রেলের এক আধিকারিক জানিয়েছেন, আবাসিকদের যাতায়াতের জন্য রাস্তাটি বানিয়েছিল রেল। সেটি বহিরাগতরা ব্যবহার করায়, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন আবাসিকরা। তাই এই রাস্তায় যাতায়াত বন্ধ করা হয়েছে।

    এ দিকে, তৃণমূলের দাবি, রেলের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বিজেপির চক্রান্ত। তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসনের অভিযোগ, 'পায়ের তলার মাটি হারিয়ে স্থানীয়দের রেলের মাধ্যমে হয়রানি করছে বিজেপি।' যদিও আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সাফ জানিয়েছেন, এতে বিজেপির কোনও ভূমিকা নেই।

  • Link to this news (এই সময়)