• বুধবারই ফেরানো হচ্ছে দেশে, বাবা সিদ্দিকির হত্যা-সহ ১৮ মামলায় নাম, কে এই আনমোল বিষ্ণোই?
    এই সময় | ১৯ নভেম্বর ২০২৫
  • এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডে অভিযুক্ত ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ ক্রিমিনাল আনমোল বিষ্ণোইকে দেশে নিয়ে আসা হচ্ছে। বুধবারই আনমোলকে দেশে ফেরানো হচ্ছে বলে একটি সূত্রের খবর। যদিও, প্রত্যর্পণের সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে তার পরিবার।

    আনমোলের ভাই রমেশ বিষ্ণোই একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে... কিন্তু যদি তাকে ভারতে আনা হয়, তা হলে ভারত সরকারের উচিত তার নিরাপত্তা নিশ্চিত করা। এটাই আমাদের দাবি। আমাদের পরিবার সর্বদা আইন মেনে চলে।’

    পাঞ্জাবের ফাজিলকা জেলার বাসিন্দা আনমোল বিষ্ণোই গ্লোবাল ক্রাইম সিন্ডিকেটের সদস্য। লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল। বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-সহ খালিস্তানপন্থী গোষ্ঠীগুলির সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত আনমোল। এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যার সঙ্গেও নাম জড়িয়েছে আনমোলের। স্ন্যাপচ্যাটের মাধ্যমে বাবা সিদ্দিকিকে খুনে যুক্ত অপরাধীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন আনমোল।

    ২০২২ সালের মে মাসে গায়ক সিধু মুস ওয়ালার উপর হামলার ঘটনাতেও নাম জড়িয়েছে এই আনমোলের। NIA-এর এক কর্তা একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, আনমোল মূলত লরেন্স বিষ্ণোইয়ের প্রধান বিদেশি হ্যান্ডলার হিসেবে কাজ করতেন। তোলাবাজির র‍্যাকেট পরিচালনা করতেন।

    ২০২৪ সালের এপ্রিল মাসে বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর দায়ও নিয়েছিল আনমোল। এই ঘটনার পরে মুম্বই পুলিশ তার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল। সব মিলিয়ে, মোট ১৮টি অপরাধমূলক ঘটনায় অভিযুক্ত আনমোল।

    NIA-এর তদন্ত অনুসারে, ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’দের তালিকায় নাম রয়েছে আনমোলের। তার খবর দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জাল পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আনমল পলাতক ছিল বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, তিনি নেপাল হয়ে ভারত ছেড়ে দুবাই এবং কেনিয়া হয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছন। গত বছরের নভেম্বরে তাকে আটক করা হয়েছিল।

  • Link to this news (এই সময়)