• পুবের হাওয়া আর পশ্চিমী ঝঞ্ঝার দোসর নিম্নচাপও, বাংলা থেকে শীতের আমেজ আপাতত উধাও
    এই সময় | ১৯ নভেম্বর ২০২৫
  • একদিকে পুবের হাওয়া, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা। দু’য়ের জোড়া ফলাই আগামী কয়েকদিনের জন্য বাধা হয়ে দাঁড়াবে বাঙালির শীত-বিলাসে। হালকা পাতলা যে সোয়েটার-জ্যাকেটগুলো এই কয়েকদিন গায়ে দিচ্ছিলেন, কিংবা পাতলা যে শালটা জড়িয়ে মর্নিং ওয়াকে যাচ্ছিলেন, কয়েকদিনের জন্য ফের বাক্সবন্দি হতে পারে সেগুলো।

    আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উপরে ভালোই প্রভাব পড়তে চলেছে পূবের হাওয়ার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কিছুটা বাড়তে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

    অন্যদিকে উত্তর ভারতে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে, আগামী ২০ নভেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারত থেকে শীতল বায়ুর প্রবেশ কিছুটা বাধাপ্রাপ্ত হবে। থমকে যাবে পারদ পতনও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঝঞ্ঝার প্রভাবে আগামী দু’এক দিন সিকিম-সহ উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

    সপ্তাহান্তে বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যা নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নভেম্বরের শেষের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ছ’টি জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অনেকাংশে বাড়বে বলেই জানা যাচ্ছে। ফলে শীতের আমেজ উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেও নয়া এই নিম্নচাপের সম্ভাবনায় সব মিলিয়ে নভেম্বরে যে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই, তা স্পষ্ট।

    ইতিমধ্যেই চড়তে শুরু করেছে কলকাতার তাপমাত্রা। কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের মধ্যে সেই তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফে।

  • Link to this news (এই সময়)