• রাজ্যে ফের BLO-র মৃত্যু, বাড়ির উঠোন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার, কী বলছে পরিবার?
    এই সময় | ১৯ নভেম্বর ২০২৫
  • ফের রাজ্যে এক BLO-র মৃত্যু। বুধবার সাতসকালে বাড়ির উঠোন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত মহিলা বিএলও-র নাম শান্তিমুনি এক্কা (৪৮)। ঘটনায় শোরগোল জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায়।

    জলপাইগুড়ি জেলার মালবাজার থানার রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্ল্যাংকো চা বাগান এলাকার বাসিন্দা শান্তিমুনি। পেশায় তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। SIR-র কাজ করতে নিত্য অসুবিধায় পড়েছিলেন বলে দাবি পরিবারের। তাঁর ছেলে ডি সুজা এক্কা ও স্বামী সুখু এক্কা দাবি করেন, শান্তিমুনি এই কাজের চাপ সহ্য করতে পারছিলেন না। উনি ভালো বাংলা লিখতে, পড়তে জানতেন না। তার পরেও SIR-এর কাজ করতে দেওয়া হয়েছিল।

    মাঝে মালবাজার ব্লকের যুগ্ম বিডিও-র কাছে গিয়ে এই কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন শান্তিমুনি। কিন্তু আধিকারিকরা তা গ্রাহ্য করেননি বলেই পরিবারের দাবি। এ দিন মৃতা বিএলওর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সকালেই তাঁর বাড়িতে যান আদিবাসী কল্যাণ বিভাগের মন্ত্রী তথা মালবাজার বিধানসভার বিধায়ক বুলু চিক বড়াইক। তাঁর কথায়, ‘এসআইআর আতঙ্কে অনেক ভোটার আত্মঘাতী হয়েছেন। কাজের চাপে আজ বিএলও আত্মঘাতী হলেন। একটা পরিবার নষ্ট হয়ে গেল। এর দায় নির্বাচন কমিশনকে নিতেই হবে।’

    উল্লেখ্য, কিছুদিন আগেই পূর্ব বর্ধমানে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় বিএলও নমিতা হাঁসদার। তিনি মেমারির চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের বিএলও হিসাবে কাজ করছিলেন। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

  • Link to this news (এই সময়)