• শিলিগুড়িতে নাবালিকা পাচারের চেষ্টা ব্যর্থ
    আজকাল | ১৯ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শিলিগুড়িতে স্কুলের সামনে থেকে নাবালিকা ছাত্রীদের অপহরণ করে পাচারের চেষ্টা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে চার নাবালিকা ছাত্রীকে। পাচারের অভিযোগে অভিযুক্ত এক মহিলা বর্তমানে পলাতক। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে ওই মহিলা বিভিন্ন প্রলোভন দেখিয়ে চার ছাত্রীকে অসমে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। মঙ্গলবার তিনি ছাত্রীদের নিয়ে শিলিগুড়ি জংশনে পৌঁছন। টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় কর্মরত এক রেলকর্মীর নজরে আসে সন্দেহজনক আচরণ। রেলকর্মী প্রথমে ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। তাদের উত্তরে অসঙ্গতি ধরা পড়ায় তিনি দ্রুত ছাত্রীদের বাড়ির লোকজনের ফোন নম্বর নিয়ে বাড়িতে যোগাযোগ করেন। একই সঙ্গে বিষয়টি জানানো হয় দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরামকে। তাদের উদ্যোগে শিলিগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পাচারকারী মহিলাকে গ্রেপ্তারের জন্য চলছে তল্লাশি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে শহরের স্কুল–কলেজ সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিয়ে।

    পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে পড়ুয়ারা স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিল। স্কুলের কাছাকাছি এক মহিলা তাদের টোটোতে তোলে। এরপর সরাসরি নিয়ে যায় শিলিগুড়ি জংশন স্টেশনে। সেখানে ট্রেনের টিকিট কাটতে গিয়েই টিটি মাস্টারের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে ছাত্রীরা পুরো ঘটনাটি খুলে বলে। টিটি তাদের আটকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে অভিভাবকদের হাতে নাবালিকাদের তুলে দেওয়া হয়। সুযোগ বুঝেই সেখান থেকে চম্পট দেয় সেই মহিলা। শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু হয়েছে।

     
  • Link to this news (আজকাল)