• বাড়ির উঠোনে BLO-র ঝুলন্ত দেহ, 'জোর করে কাজ করাচ্ছিল,' দাবি পরিবারের
    আজ তক | ১৯ নভেম্বর ২০২৫
  • SIR-এর অতিরিক্ত কাজের চাপে আরও এক BLO-র মৃত্যু। বাড়ির উঠোনে ঝুলন্ত দেহ মেলে। জলপাইগুড়ির মালবাজারে ২০/১০১ বুথ অ্যাসেম্বলির বুথ লেভেল অফিসার ছিলেন শান্তিমনি মাহাতো। SIR-এর কাজে মানসিক চাপে ভুগছিলেন তিনি, যে কারণে আত্মহত্যা বলে অভিযোগ পরিবারের।

    শান্তিমনি পেশায় একজন আইসিডিএস কর্মী। এই বছর তাঁকে ২০/১০১-এর বিএলও হিসেবেও নিযুক্ত করা হয়েছে। তিনি মালবাজার বিধানসভা কেন্দ্রের ২০/১০১ নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত ছিলেন।

    পরিবার জানায়, তিনি কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে পারছিলেন না। প্রতিদিন পরিবারের সদস্যদের সঙ্গে এই নিয়ে আলোচনা করতেন। অবশেষে ব্লক অফিসে গিয়ে বিএলও পদ থেকে পদত্যাগ পত্র দেন। BLO-র স্বামী জানান, তাঁর স্ত্রী পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিস তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি। তাঁকে কাজ চালিয়ে যেতে বলেন।

    জলপাইগুড়ি জেলার মালবাজারের ১০১ নম্বর বুথটি চা বাগান সংলগ্ন জনবহুল এলাকা। বেশিরভাগ মানুষ হিন্দিভাষী, যে কারণে ভাষাগত ত্রুটির কারণে বিএলও-কে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত এই কাজে ব্যস্ত থাকার পর সন্ধেয় বাড়ি ফিরে আসার পর, সে মানসিকভাবে ভেঙে পড়ত। শান্তিমনি বারবার তাঁর স্বামী এবং ছেলের কাছে এই সমস্যাটি বলতেন। কিন্তু কেউ ভাবেনি যে সে আত্মহত্যা করবে।

    মৃতার স্বামী বলেন, তিনি বারবার আমার কাছে আসতেন। বলতেন, "আমি বাংলা বুঝি না। ভোট দেওয়ার জন্য মানুষ আমাকে ঘিরে ফেলত।"

    এলাকার বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, নির্বাচন কমিশনের সময়সীমা খুবই কম। এই সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করার কথা বলে বিএল এবং অন্যান্যদের উপর চাপ তৈরি করা হয়েছে। এলাকার বিধায়ক এবং মন্ত্রী বুলু চিক বরাইক স্বীকার করেছেন যে মানসিক চাপের স্বীকার। পুলিশ প্রশাসন ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
  • Link to this news (আজ তক)