• নিম্নচাপের কারণে শীতের আমেজে ব্যাঘাত, বৃষ্টি হবে নাকি?
    আজ তক | ১৯ নভেম্বর ২০২৫
  • শীতের পথে বাধা নিম্নচাপ অঞ্চল! শ্রীলঙ্কা উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, সেটি আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। সেই নিম্নচাপ অঞ্চলের দোসর একটি ঘূর্ণাবর্ত। যার কারণে রাজ্যে শীত থমকাবে। তাপমাত্রার পারদ কিছুটা চড়বে। সক্রিয় হয়েছে পুবালি ও দখিনা বাতাস। তার ফলে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে এবং দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জায়গায় তাপমাত্রা বেড়ে গিয়েছে। শনিবার নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ অঞ্চল। সেটি আগামী ৪৮ ঘণ্টায় আরও সুস্পষ্ট হবে। 

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলায় আগামী তিন দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তারপরে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। রাত এবং ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

    তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাড়বে কুয়াশাও। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। জেলার দিকে সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যেতে পারে। বেলা বাড়লে তাপমাত্রা ও আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে। উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে কুয়াশার দাপট আরও বেশি থাকবে, বিশেষত সকালবেলায়। দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চলাচলেও কিছুটা সমস্যা হতে পারে। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
  • Link to this news (আজ তক)