কাঁথির পেটুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, এই সমবায় সমিতির নির্বাচনে রাজ্যের শাসকদলের কোনও প্রতিদ্বন্দ্বি নেই। বিজেপি সহ কোনও বিরোধীই প্রার্থী দিতে পারেনি। তাই তৃণমূল সমর্থিত সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। জয়ের খবর পেতেই সবুজ আবির খেলে আনন্দে মেতেছেন তৃণমূল কর্মীরা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘গড়’ বলে পরিচিত কাঁথি মহকুমার একটি সমবায় নির্বাচনে বিজেপির এই ফল হওয়ায় স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই ফলকে তেমন গুরুত্ব দিতে চাইছে না বিজেপি। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সমবায় সমিতির ‘ডেলিগেট’ বা প্রতিনিধি নির্বাচনে মোট ৫২টি আসনের মধ্যে ৪৮টিতেই জয়ী হয়েছিলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এরপর পরিচালন সমিতির নির্বাচনের জন্য সোমবার ছিল মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। শাসকদলের প্রার্থীরা নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কাঁথির পেটুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন ৪৮।
সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল। কিন্তু বিজেপি-সহ অন্য কোনও বিরোধী দল একটিও মনোনয়নপত্র জমা দেননি। মঙ্গলবার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে তৃণমূলের তরফে ঘোষণা করা হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেটুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি । বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন দেশপ্রাণ ব্লক তৃণমূলের সভাপতি দেবাশিস ভুঁইয়া, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি অজয় সাউ এবং দারিয়াপুর অঞ্চল সভাপতি দীপক গিরি।