• আজ শিলিগুড়িতে শুরু হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
    দৈনিক স্টেটসম্যান | ১৯ নভেম্বর ২০২৫
  • আজ থেকে শিলিগুড়িতে শুরু হতে চলেছে শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। শিলিগুড়ি সিনে সোসাইটির পরিচালনায় ও দীনবন্ধু মঞ্চ অ্যাডভাইসারি কমিটির সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করবেন মেয়র গৌতম দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। এবার ১০টি ছবি নিয়ে শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হতে চলেছে। প্রথমদিন বাংলা ছবি ‘আপিস’ দিয়ে উৎসবের সূচনা হবে।

    এবছর ভারতের দু’টো, এশিয়ার ৪টে, ইউরোপের ৩টে ও লাতিন আমেরিকার ১টি– মোট ১০টি সিনেমা দেখানো হবে। এর মধ্যে রয়েছে নেপালের ‘ক্রলিং ক্রোজ’, ব্রাজিলের ‘ফাইভ ইন দ্য আফটারনুন’, মন্টেনারগোর ‘অরবাজ’, শ্রীলঙ্কার ‘দ্য অ্যাশেন ক্লাউড’, ভিয়েতনামের ‘ইমপার্মানেট রেসিডেন্স’, ইরানের ‘এট দ্য এন্ড অফ দ্য ডে’, পর্তুগালের ‘আ স্টোন ড্রিমস টু ব্লুসম’ ও রাশিয়ার ‘ওনেগিন হোটেল’ থাকছে। চলচ্চিত্র উৎসবে প্রতিদিন দুটো করে ছবি দেখানো হবে। শুধুমাত্র শনিবার তিনটি ছবি দেখানো হবে। উদ্বোধনের দিন বিকেল থেকে এন্ট্রি পাস পাওয়া যাবে।

    মেয়র গৌতম দেব জানিয়েছেন, উদ্বোধনের দিন সলিল চৌধুরী ও ঋত্বিক ঘটককে শ্রদ্ধাঞ্জলি জানাতে একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিটি ছবি দর্শকরা দেখে আনন্দ উপভোগ করবেন। তাই তিনি চান সকলেই এই উৎসবে শামিল হোন। সকলের কাছে এই উৎসবকে সহযোগিতা করার বার্তা দিয়েছেন মেয়র। অন্যদিকে হিমালয়ান নেচার অ্যান্ড এডভেঞ্চার ফাউন্ডেশনের সম্পাদক অনিমেষ বসু জানিয়েছেন, এই ধরনের চলচ্চিত্র উৎসব উত্তরবঙ্গের চলচ্চিত্র প্রস্তুতকারকদের আরও বেশি করে উৎসাহিত করবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)