• মারণ বিষে গণহত্যার ষড়যন্ত্র! গুজরাটের জেলে বন্দি সেই জঙ্গি ডাক্তারের উপর প্রাণঘাতী হামলা
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া নিরাপত্তার বেষ্টনীতে জেলে সন্দেহভাজন জঙ্গির উপর প্রাণঘাতী হামলা। সম্প্রতি গুজরাটের সবরমতী জেলে জঙ্গি চিকিৎসক আহমেদ মহিউদ্দিন সইদকে বেধড়ক মারধোর করল অন্য তিন বন্দি। মঙ্গলবার এই তথ্য প্রকাশ্যে এনেছে সবরমতী জেল কর্তৃপক্ষ। মারণ বিষ রিজিন ব্যবহার করে দেশে গণহত্যার ষড়যন্ত্রে গ্রেপ্তার করা হয়েছিল ওই জঙ্গিকে। তার উপর এই হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে তদন্ত।

    গত ৮ নভেম্বর গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে তিন সন্দেহভাজন চিকিৎসককে। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মারণ বিষ রিসিন ব্যবহার করে দেশে ভয়ংকর গণহত্যার ছক কষেছিল তারা। এই তিন জনের মধ্যে অন্যতম মহিউদ্দিন সইদকে রাখা হয়েছে গুজরাটের সবরমতীর হাই সিকিউরিটি জেলে। মঙ্গলবার জেল সুপার গৌরব আগরওয়াল জানান, ওই বন্দিকে জেলের কড়া নিরাপত্তাধীন কক্ষেই আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছিল। তারপরও ওই সন্দেহভাজন জঙ্গির উপর হামলার ঘটনা ঘটেছে। যে তিন বন্দি এই হামলা চালিয়েছে। তাঁদের বিরুদ্ধে নতুন করে এফআই আর দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

    এদিকে সূত্রের খবর, অতর্কিতে মহিউদ্দিন সইদের সেলে প্রবেশ করেছিল তিন বন্দি। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি মারধোর করা হয় ওই বন্দিকে। জেলের মধ্যে হট্টগোল শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন নিরাপত্তারক্ষীরা। হামলাকারীদের হাত থেকে উদ্ধার করা হয় সইদকে। জেলের মধ্যেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

    জেল সুপারের তরফে জানানো হয়েছে, ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়, গোটা ঘটনার তদন্ত চলছে। ফের যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য ‘হাই প্রোফাইল’ বন্দিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। 
  • Link to this news (প্রতিদিন)