• গণধর্ষণের বিচার চাইতে গিয়ে ফের ‘ধর্ষিতা’! কাঠগড়ায় যোগীর পুলিশ
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ধর্ষণ প্রদেশ! আবারও ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ। এবার গণধর্ষণের বিচার চাইতে গিয়ে খোদ পুলিশের হাতেই ফের গণধর্ষিতা হতে হল যুবতীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত পুলিশকর্মীদের সাসপেন্ডও করা হয়েছে। শুধু ধর্ষণ নয়, বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক পুলিশকর্মী ওই মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। মহিলার স্বামী থানায় গেলে আটকে রাখা হয় তাঁকেও। সব মিলিয়ে আরও একবার প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথের রাজ্যের নারী নিরাপত্তা।

    সংবাদ সংস্থার খবর, ঘটনাটি ঘটে গত বছর নভেম্বর মাসে। জানা গিয়েছে, চার যুবক ওই তরুণীকে অপহরণ করে আলিগড়ে নিয়ে যান। সেখানে তাঁকে মাদক খাইয়ে ৪৮ দিন ধরে বন্দি করে রাখা হয়। নির্যাতিতার দাবি, একাধিক বার গণধর্ষণ করা হয়। কিন্ত সেখান থেকে পালিয়ে আসেন ওই যুবতী। পুলিশের দ্বারস্থ হন। এক সাব-ইন্সপেক্টর তাঁকে নিজের বাড়িতে ডাকেন। সেখানে তাঁকে দু’দিন আটকে রেখে ফের ধর্ষণ করা হয়। আর এক পুলিশকর্মী বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। অভিযোগে মহিলা জানিয়েছেন, ধর্ষণের বিচার চাইতে গেলে উল্টে খুরজা এলাকার দুই পুলিশকর্মী তাঁকে দু’দিন ধরে আটকে রেখে ফের গণধর্ষণ করেছেন। এর পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন পুলিশকর্তারা। মহিলার বয়ানে উল্লিখিত বাকি তিন জনের কল রেকর্ড এবং মোবাইলের টাওয়ারের অবস্থান খতিয়ে দেখে জানা গিয়েছে, ওই সময় তাঁরা সেখানে ছিলেন না।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে ওই মহিলা আইজিআরএস পোর্টালের মাধ্যমে অনলাইনে অভিযোগ দায়ের করেছেন। বুলন্দশহরের অতিরিক্ত পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, চার যুবক মিলে গণধর্ষণ করেছিল ২৮ বছরের তরুণীকে। অভিযুক্তদের শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। পরে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্ত যে দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা গুরুতর। তাদের সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে। তবে নির্যাতিতা একাধিকবার তাঁর বয়ান বদলেছেন। তা ছাড়া, তিনি ওই দুই পুলিশকর্মীর নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করতে রাজি নন।
  • Link to this news (প্রতিদিন)