রাজ্যের বিচারাধীন বন্দিরাও পাবেন এনুমারেশন ফর্ম, পৌঁছে দেবেন বিএলওরাই
প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
শংকরকুমার রায়, রায়গঞ্জ: সাধারণ ভোটারদের পাশাপাশি উত্তর দিনাজপুরের জেলবন্দিদের মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে এনুমারেশন ফর্ম বিলির প্রক্রিয়া শুরু হচ্ছে। শুধুমাত্র বিচারাধীন বন্দিরাই এই সুযোগের অধিকারী। জানা গিয়েছে, নির্দিষ্ট এলাকার বুথ লেবেল অফিসার (বিএলও)-দের মাধ্যমেই রায়গঞ্জ জেলা সংশোধনাগার এবং ইসলামপুর মহকুমা সংশোধনাগারের শুধুমাত্র বিচারাধীন বন্দিদের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সোমবার রাজ্য কারা দপ্তরের ডাইরেক্টর জেনারেল সূত্রে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে রায়গঞ্জ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে।
জানা গিয়েছে, বন্দিদের হাতে সরাসরি এনুমারেশন ফর্ম তুলে দেওয়া হবে না। পরিবর্তে তাঁদের পরিবারের হাতে দায়িত্বপ্রাপ্ত বিএলওদের মাধ্যমে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। মূলত পরিবারের সদস্যরাই নির্দিষ্ট বন্দির এনুমারেশন ফর্ম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করবেন। তারপর শুধুমাত্র সইয়ের জন্য এনুমারেশন ফর্ম কারাগারে থাকা বন্দির কাছে পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার বিকাল পর্যন্ত রায়গঞ্জ জেলা সংশোধনাগারের বিচারাধীন বন্দি-সহ মোট বন্দির সংখ্যা ৩৩৯জন এবং ইসলামপুর মহকুমা সংশোধনাগারে ১২৪ জন বন্দি রয়েছেন। তার মধ্যে ১৬ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন।
ইসলামপুর সংশোধনাগারের সুপার তথা ইসলামপুরের মহকুমাশাসক অঙ্কিতা আগরওয়াল বলেন, “আইনত বিচারাধীন বন্দিদের ভোটাধিকার রয়েছে। ফলে বিএলওদের মাধ্যমে এনুমারেশন ফর্ম বিচারাধীন বন্দিদের পরিবারের হাতে দেওয়া হবে। সংশোধনাগার কর্তৃপক্ষের মাধ্যমে এনুমারেশন ফর্মে ওইসব বন্দিদের সই করার ব্যবস্থা করা হবে। তবে সাজাপ্রাপ্ত বন্দিরা কোনওভাবেই এসআইআর প্রক্রিয়ার আওতাধীন নন।” রায়গঞ্জের মহকুমাশাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, “এনুমারেশন ফর্ম সরাসরি সংশোধনাগারের বন্দিদের হাতে দেওয়া হবে না। বিচারাধীন বন্দিদের পরিবারের হাতে এনুমারেশন ফর্ম বিলি করবেন বিএলওরা। শুধুমাত্র এনুমারেশন ফর্মে নিজের সই করার জন্য জেলবন্দিদের হাতে দেওয়া হবে।” একইভাবে রাজ্যের বিভিন্ন জেলা এবং কলকাতার প্রেসিডেন্সি ও আলিপুর জেলেও এই কাজ শুরু হচ্ছে। সেখানেও অনেক বিচারাধীন বন্দি রয়েছেন। তাঁদের অনেকেই ভোটের সময় বাইরে থাকতে পারেন অথবা জামিন পেয়ে যেতে পারেন দ্রুত। সকলেরই ভোটাধিকার রয়েছে। তাই তাঁরা ফর্ম পূরণ করবেন বলে খবর।