নিরুফা খাতুন: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতে জবুথবু দশা হয়েছিল তিলোত্তমাবাসীর। তাপমাত্রা নেমেছিল ১৭ ডিগ্রিতে। তবে ঘূর্ণাবর্ত ও পূবালী হাওয়ার দাপটে গত কয়েকদিনে তাপমাত্রা ফের বেড়েছে। তিলোত্তমা থেকে উধাও হয়েছিল শীতের আমেজ। তবে বুধের সকালে ফের সামান্য নামল পারদ। কলকাতার তাপামাত্রা ঘোরাফেরা করছে ১৮ ডিগ্রির আশেপাশে। জেলায় জেলায় রীতিমতো দাপট দেখাচ্ছে শীত। কুয়াশায় মুড়েছে পথঘাট। তবে এখনই কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম বলেই হাওয়া অফিস সূত্রে খবর।
হাওয়া অফিস সূত্রে আরও খবর, শীত আগমনের পথে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরের উপর নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং পূবালী হাওয়া। দক্ষিণবঙ্গে আগত শীতল বাতাসের পথ আটকে দাঁড়াচ্ছে এই জোড়া ফলা। যার জেরে তাপমাত্রার পারদ খানিকটা চড়ছে গত ২ দিনে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রির আশেপাশে। তবে বুধে তা নেমেছে ১৮-এর ঘরে। আগামী দু-তিনদিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে সকাল থেকেই পরিষ্কার, মেঘমুক্ত আকাশ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রা এই সময়ে সাধারণত যেমন থাকে, সেই তুলনায় এবছর তাপমাত্রা খানিকটা বেশি। আগামী কয়েকদিন এরকমই থাকবে সেখানকার পরিবেশ। তবে কুয়াশায় ঘেরা থাকবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। কবে থেকে পারদ নামবে? সে বিষয়ে এখনও কোনও পূর্বাভাস দিতে পারেননি আবহবিদরা। সবটাই নির্ভর করছে ঘূর্ণাবর্ত কেটে উত্তুরে হাওয়ার প্রবেশপথ প্রশস্ত হওয়ার।