• পাঁচ কোটি টাকা নগদ উদ্ধারে গোয়েন্দাদের নজরে প্রভাবশালী
    আনন্দবাজার | ১৯ নভেম্বর ২০২৫
  • নিউ টাউনে গাড়ি আটকে নগদ পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনায় গোয়েন্দাদের নজরে এসেছেন এক প্রভাবশালী। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পশ্চিমাঞ্চলের একটি জেলার ওই প্রভাবশালীর পাঠানো টাকাই রবিবার আটক করে রাজ্য পুলিশের এসটিএফ। ইতিমধ্যে ওই ঘটনায় গাড়ির চালক এবংযাত্রীকে গ্রেফতার করা হয়েছে।তাদের জেরা করে গোয়েন্দাদের অনুমান, অন্য একটি মামলায় অভিযুক্ত ওই প্রভাবশালীর টাকা কলকাতায় পৌঁছে দিতে এসেছিল ধৃতেরা। সূত্রের খবর, টাকার উৎসকী এবং কোথায়, কার কাছে তা যাওয়ার কথা ছিল— এই সব তথ্য জানতে ওই প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন গোয়েন্দারা। তবে সব কিছু নিয়েই মুখে কুলুপ এঁটেছেন তাঁরা।

    রবিবার সকালে রাজারহাটের নারায়ণপুর থানা এলাকারবারো মাথার মোড়ে একটি এসইউভি আটক করেন গোয়েন্দারা। তাতে তল্লাশি চালিয়ে সাতটি ব্যাগথেকে পাঁচ কোটি টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাজ্যপুলিশের এসটিএফ গ্রেফতার করে আক্রম খান এবং ইমরান খান নামে দু’জনকে। এদের মধ্যে আক্রমওই গাড়িটির চালক। ধৃত দু’জনের বাড়ি বীরভূমে। তাদের বিরুদ্ধে নারায়ণপুর থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে বিচারর তাদের সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ধৃতদের জেরা করার পরেই এই মামলার তদন্তে রাজ্য পুলিশের এসটিএফ ওই প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার তোড়জোড় শুরু করেছেন বলে সূত্রের দাবি।

    পুলিশের একাংশ জানিয়েছে,ওই বিপুল পরিমাণ টাকার উৎস কী, তা ধৃতদের কাছ থেকে জানাসম্ভব হয়নি। তবে ওই প্রভাবশালীর সঙ্গে ধৃতদের যোগাযোগেরপ্রমাণ মিলেছে। তাই মনে করা হচ্ছে, ওই নগদ টাকার সঙ্গে যোগরয়েছে ওই প্রভাবশালী ব্যক্তির।এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।
  • Link to this news (আনন্দবাজার)