• মন্ত্রী বাবুলের আবাসনে চলল গুলি! চিকিৎসাধীন মহিলা
    আজকাল | ১৯ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সকাল সকাল বিপত্তি হাওড়ায়। বুধবার সকালে গুলি চলল হাওড়ার শিবপুরে। আইডিয়াল গ্র্যান্ড নামের এক অভিজাত আবাসনে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, আবাসনের ডি ব্লকের ১৫ তলার একটি ফ্ল্যাটে গুলি চলে। ঘটনাচক্রে, এই আবাসনেরই অন্য ব্লকে থাকেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। গুলিতে গুরুতর জখম হন পুনম যাদব (২৯) নামে এক মহিলা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই মহিলার স্বামী গোপাল যাদবকে আটক করেছে পুলিশ।

    স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন, অর্থাৎ বুধবার সকাল ১০টা নাগাদ আইডিয়াল গ্র্যান্ড আবাসনের ডি ব্লকের ফ্ল্যাটে পুনম ও তাঁর স্বামী গোপাল যাদবের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, এহেন বচসার মাঝেই গোপালের পিস্তল থেকে গুলি চলে এবং তা পুনমের মাথায় লাগে। গুরুতর জখম অবস্থায় প্রাথমিকভাবে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঠিক কী কারণে এমনটা ঘটল, তা এখনও স্পষ্ট নয়৷ প্রাথমিক ভাবে পুলিশ অনুমান করছে, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। 

    ঘটনার খবর পেয়েই শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। ইতিমধ্যেই পুনমের স্বামী গোপাল যাদবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ খতিয়ে দেখছে, গোপাল যাদবের কাছে পিস্তলটি কোথা থেকে এল। আগ্নেয়াস্ত্রটি বৈধ কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ গোপালকে জিজ্ঞাসাবাদ করছে।সকাল সকাল এমন অভিজাত আবাসনে গুলি চলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আবাসনের সম্পাদক পঙ্কজ শর্মা জানান, এর আগে কখনও এমন ঘটনা আবাসনে ঘটেনি। তিনি আরও জানান, শোনা যাচ্ছে আহত মহিলার অবস্থা এখন ভালো।
  • Link to this news (আজকাল)