• বুধ ও বৃহস্পতি একাধিক ট্রেন বাতিল শিয়ালদা ডিভিশনে, পরিবর্তন সূচিতেও; রইল তালিকা
    আজ তক | ১৯ নভেম্বর ২০২৫
  • শহর ও শহরতলির মধ্যে যোগাযোগের অন্যতম ভরসা হল লোকাল ট্রেন। আর সেই লোকাল ট্রেনই বাতিল করা হয়েছে পূর্ব রেলের তরফে। আসলে শিয়ালদা ডিভিশনে মেরামতির কাজ চলবে। সেই কারণেই ট্রেন চলাচল ব্যাহত হবে বলে জানান হয়েছে।

    মূলত ১৯ এবং ২০ নভেম্বর চলবে এই কাজ। ১৯ তারিখ রাত ১১টা ৪৫ মিনিট থেকে ২০ তারিখ ভোর ৩টে ৩০ পর্যন্ত চলবে কাজ। অর্থাৎ ৩ ঘণ্টা ৪৫ মিনিটের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য এই সমস্যা হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

    এই কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে। এমনকী সময় পরিবর্তন করা হয়েছে একটি ট্রেনের।

    কোন কোন ট্রেন বাতিল?

    বুধবার এই কয়েকটি ট্রেন বাতিল থাকছে-

    কোন কোন ট্রেন সংক্ষিপ্ত যাত্রা করবে?

    মেল এবং এক্সপ্রেস নিয়ন্ত্রণ করা হবে

    এই কাজের ধাক্কা শুধু লোকালের উপর পড়ছে না। মেল এবং এক্সপ্রেসকেও সমস্যা পোহাতে হবে। এমন পরিস্থিতিতে ১৯ নভেম্বর যাত্রা শুরু করা ১৩১০৬ ডাউন বালিয়া-শিয়ালদা এক্সপ্রেসকে ২০ তারিখে ১ ঘণ্টা ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ সোজা ভাষায় ট্রেনটি লেটে চলতে পারে।

    সময় বদলানো হয়েছে

    এই কাজের জন্য শিয়ালদা থেকে ৫৩১৭১ শিয়ালদা-লালগোলা লোকাল ৩০ মিনিট দেরিতে ছাড়বে। এটি ভোর ৩টে ৪৫ মিনিটের পরিবর্তে ৪টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে যাবে।

    এছাড়া এই ব্লক থাকার জন্য ট্রেন লেট করতে পারে বলেও জানান হয়েছে পূর্ব রেলের তরফে।

     
  • Link to this news (আজ তক)