বাড়ির উঠোন থেকে মহিলা বিএলও কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য জলপাইগুড়িতে
বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্যে ফের আরও এক বিএলওর মৃত্যু। আজ, বুধবার সাতসকালে বাড়ির উঠোন থেকে মহিলা বিএলও কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। মৃত বিএলও কর্মীর নাম শান্তিমুনি এক্কা (৪৮) । ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির মালবাজার এলাকায়।জানা গিয়েছে, জলপাইগুড়ির মালবাজার থানার রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্ল্যাংকো চা বাগান এলাকার বাসিন্দা শান্তিমুনি। পেশায় তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। বাংলা লিখতে, পড়তে জানতেন না। বিএলওর কাজে প্রতিদিন নাজেহাল হয়ে বাড়ি ফিরতেন বলে দাবি মৃতার পরিবারের। তাঁর ১৯ বছরের কলেজ পড়ুয়া ছেলে ডিসুজা এক্কা ও স্বামী সুখু এক্কার দাবি,কাজের চাপ সহ্য করতে না পেরে বাড়ি ফিরে প্রায়শই কেঁদে ফেলতেন।মালবাজার ব্লক প্রশাসনের কাছে গিয়ে বিএলওর কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন শান্তিমুনি। কিন্তু আধিকারিকরা তাঁর অনুরোধ গ্রাহ্য করেননি বলে দাবি পরিবারের। এসআইআর সংক্রান্ত কাজের অত্যধিক চাপে শান্তিমুনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এদিন মৃত বিএলওর পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের আদিবাসী কল্যাণ বিভাগের মন্ত্রী তথা মালবাজারের বিধায়ক বুলুচিক বড়াইক। মন্ত্রী বলেন, ‘এসআইআর আতঙ্কে অনেক ভোটার আত্মঘাতী হয়েছেন, কাজের চাপে আজ বিএলও আত্মঘাতী হলেন। একটা সুখী পরিবার নষ্ট হয়ে গেল। এর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।’ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।