• মাদারিহাটে হাইস্কুলের পাশে উদ্ধার কিং কোবরা! আতঙ্ক
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: ১০ ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। আজ, বুধবার সকালে আলিপুরদুয়ারের মাদারিহাটের লংকাপাড়া হিন্দি হাইস্কুলের পাশে সাপটিকে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি বনদপ্তরকে খবর দিলে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। বিশালাকৃতির ওই সাপটিকে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ভয়ে নিরাপদ দূরত্বে সরে যান তাঁরা। অন্যদিকে, এদিন দুপুরেই আলিপুরদুয়ার-১ নম্বর ব্লকের দক্ষিণ কামসিং গ্রামের একটি বাঁশঝাড় থেকে একটি বার্মিজ পাইথন উদ্ধার করেন জলদাপাড়ার বনকর্মীরা। জানা গিয়েছে, একটি বাঁশে পেঁচিয়ে ছিল সাপটি। ঘটনায় জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক নবিকান্ত ঝাঁ বলেন, ‘দুটি সাপকেই উদ্ধার করে সংরক্ষিত জঙ্গলের একেবারে গভীরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
  • Link to this news (বর্তমান)