বুধের সকালে তীব্র যানজট, বেলা বাড়তেই পরিস্থিতি স্বাভাবিক ১৬ নম্বর জাতীয় সড়কে
বর্তমান | ১৯ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ, বুধবার ভোর ৫ টা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী ট্রাক প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা উঠতেই একের পর এক ট্রাক ছাড়া হয় কলকাতা অভিমুখে। আর সেই কারণেই এদিন সকাল থেকেই যানজটে স্তব্ধ থাকল ১৬ নম্বর জাতীয় সড়ক। যানজটের জেরে জাতীয় সড়কে যানবাহনের লম্বা লাইন লক্ষ্য করা গেল। অপরদিকে এদিন সকালের এই যানজটে চরম দুর্ভোগে সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। বাস ধরার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় রাস্তায়। সবথেকে বেশি সমস্যায় পড়ে স্কুলে পড়ুয়ারা। পরে যদিও বেলার দিকে ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়।