নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ায় একটি অভিজাত আবাসনে চলল গুলি! ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। আজ, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ হাওড়ার শিবপুরের জিটি রোডের পাশে একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে গুলি চলে। সূত্রের খবর, ওই আবাসনের এক বাসিন্দা নিজের হাতেই গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম পুনাম যাদব। তিনি গৃহবধূ। তাঁকে চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে রিভলবার থেকে গৃহবধূর গুলি লাগে সেটি তাঁর স্বামী গোপাল যাদবের। ঘটনাস্থলে পৌঁছেছে শিবপুর থানার পুলিশ। গৃহবধুর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গৃহবধূর স্বামীর দাবি, আগ্নেয়াস্ত্রটি পরিষ্কার করার সময় আচমকা গুলি বেরিয়ে যায়। ইচ্ছাকৃতভাবে গুলি চালানো হয়নি।