• মালবাজারে বিএলও-র রহস্যমৃত্যু, কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ১৯ নভেম্বর ২০২৫
  • মালবাজারে বিএলও-র রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম শান্তিমণি এক্কা। তিনি মালবাজারের রাঙামাটি পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন। সম্প্রতি এসআইআরের কাজের দায়িত্ব পেয়েছিলেন তিনি। বুধবার সকালে বাড়ির উঠোন থেকে মহিলার ঝুলন্ত দেহ মেলে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলু চিকবড়াইক তাঁর বাড়িতে যান। পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

    এদিকে মৃতের পরিবারের সদস্যদের দাবি, এসআইআরের প্রবল কাজের চাপ নিতে পারছিলেন না শান্তিমণি। সেই কাজ থেকেই মানসিক অবসাদ শুরু হয়। প্রসঙ্গত, রাজ্যে এসআইআরের কারণে মৃত্যুর অভিযোগ নতুন নয়। কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগও উঠেছে আগে। মৃতের নাম স্বামী সুখু এক্কা বলেন, ‘ভোরে স্ত্রী উঠে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি উঠি। তখন স্ত্রীকে দেখতে পাইনি। তারপর একটু দূরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’

    মালবাজারে বিএলও-র মৃত্যুর ঘটনায় এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। আজ আবারও, আমরা জলপাইগুড়ির মালে একজন বুথ লেভেল অফিসারকে হারিয়েছি। তিনি পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। এসআইআরের কাজের অসহনীয় চাপের মুখে আত্মহত্যা করেছিলেন। এসআইআর শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২৮ জন প্রাণ হারিয়েছেন, কেউ ভয় এবং অনিশ্চয়তার কারণে, আবার কেউ চাপ এবং অতিরিক্ত কাজের চাপের কারণে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)