বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। নিম্নচাপের জেরে তাপমাত্রা বাড়তে পারে বলে জানা গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে। এক ধাক্কায় ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গে শীত প্রবেশ করার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও পূর্ব দিকে আসা বাতাস। নতুন করে শ্রীলঙ্কা সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। মঙ্গলবার তা দক্ষিণ উপকূলে পৌঁছে গিয়েছে। সমুদ্রপৃষ্ট থেকে ৫.৬ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর পাশাপাশি শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ শক্তিশালী হয়ে একটি গভীর নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরেই রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হেমন্তের মধ্যেই শীতের আমেজ পেয়েছিল বঙ্গ। রাতের দিকে তাপমাত্রা প্রায়ই স্বাভাবিকের নীচে নামছিল। সকালের দিকে দেখা মিলছিল কুয়াশার। কিন্তু নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় বঙ্গে প্রায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর থেকে বেশ কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের জন্য বৃষ্টি হতে পারে। মূলত দার্জিলিংয়ে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।