• ২৩ কোটির মেশিন না কিনে ৬০০ কোটিতে ভাড়া! কর্নাটকের ‘রাস্তা সাফাই’য়ে বিরাট দুর্নীতির গন্ধ পেল বিজেপি
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেশিনের দাম ২৩ কোটি টাকা। যা কিনে নিলেই ল্যাটা চুকে যেত। কিন্তু তা না করে বিপুল অর্থ ব্যয়ে সেই মেশিন ভাড়া নিতে চলেছে কর্নাটকের কংগ্রেস সরকার। যার জন্য ব্যয় হবে প্রায় ৬০০ কোটি টাকা। এই ঘটনা সামনে আসতেই সিদ্দারামাইয়া সরকারের তেড়েফুঁড়ে মাঠে নামল বিজেপি। সরকারি অর্থের বিরাট অপচয় তো বটেই এর নেপথ্যে ব্যাপক দুর্নীতি রয়েছে বলে অভিযোগ তুলল গেরুয়া শিবির।

    জানা যাচ্ছে, শহরের রাস্তাঘাট সারাই ও সাফাইয়ের লক্ষ্যে ৪৬টি অত্যাধুনিক সাফাই মেশিন ভাড়া করতে চলেছে গ্রেটার বেঙ্গালুরু অথরিটি (GBA)। ৭ বছরের জন্য এই মেশিনগুলির ভাড়া পড়বে ৬১৩.২৫ কোটি টাকা। অথচ রিপোর্ট বলছে, এই ধরনের মেশিন কিনতে গেলে এক একটি মেশিনের জন্য সরকারের খরচ পড়বে ৩০ থেকে ৫০ লক্ষ টাকা। অর্থাৎ ৪৬টি মেশিনের দাম পড়বে ১৩.৮ থেকে সর্বোচ্চ ২৩ কোটি টাকা। যার অর্থ যেখানে মাত্র ২৩ কোটি টাকায় কাজ মিটে যেত সেখানে ৫৯০ কোটি টাকা অযথা খরচ করা হচ্ছে। বিপুল অর্থ ব্যয়ে ওই মেশিন ভাড়া নেওয়ার জন্য ইতিমধ্যেই বেঙ্গালুরু প্রশাসন প্রস্তাবে অনুমোদন দিয়ে দিয়েছে। এর পরই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি।

    এই ঘটনায় কংগ্রেস সরকারকে দুষে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন কর্নাটকের বিজেপি সভাপতি বিজয়েন্দ্র ইয়েদিউরাপ্পা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘সিদ্দারামাইয়া সরকার রাস্তা সাফাইয়ের মেশিন কেনার পরিবর্তে ৬০০ কোটি টাকায় অর্থাৎ ৬ গুণ বেশি অর্থ ব্যয়ে তা বাজার থেকে ভাড়া করতে চলেছে। এই মেশিন আদৌ রাস্তা পরিষ্কার করবে কিনা জানা নেই তবে নিশ্চিতভাবে এটি আয়করদাতাদের কষ্টার্জিত টাকা পরিষ্কারভাবে সাফাই করবে।’ এই ঘটনাকে প্রকাশ্য দুর্নীতি বলে অভিযোগ করে বিজেপি নেতা বলেন, ‘দুটি বিশেষজ্ঞ টিমের সুপারিশ সত্ত্বেও একতরফাভাবে এই মেশিন ভাড়া করার সিদ্ধান্তে অনড় সরকার। যার অর্থ, কংগ্রেস সরকার প্রকাশ্যে দুর্নীতি করতে চলেছে। এই ঘটনা সন্দেহকে আরও দৃঢ় করে যে নেতারা এখান থেকে বিরাট অঙ্কের কমিশন পকেটে পুরবেন।’

    বিজেপি নেতা আরও বলেন, ‘বর্তমানে প্রশাসনের কাছে সাফাই মেশিন থাকা সত্ত্বেও তা ব্যবহার করে না সরাক্র। যার জেরে তাতে ধুলো জমছে ও সেগুলি ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে সরকারের এই পদক্ষেপ প্রমাণ করে যে এই কংগ্রেস সরকার কতখানি দুর্নীতিতে নিমজ্জিত।’
  • Link to this news (প্রতিদিন)