বিহারে কারা হচ্ছেন নীতীশের ডেপুটি? জানা গেল দুই উপমুখ্যমন্ত্রীর নাম, স্বপ্নভঙ্গ চিরাগের
প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই পাটনার গান্ধী ময়দানে শপথ। আর শপথের সময় যতই এগিয়ে আসছে, ততই মন্ত্রিসভার সদস্য ও অধ্যক্ষের পদ নিয়ে এনডিএ শিবিরে জটিলতা বাড়ছে। জটিলতা রয়েছে মন্ত্রক বণ্টন, স্পিকারের পদ নিয়ে। তবে উপমুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিশেষ দ্বিমত নেই এনডিএ শিবিরের অন্দরে। চিরাগ পাসওয়ান ওই পদের জন্য জোরালো দাবি জানালেও শেষমেশ তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিত্বেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। বিহারের দুই উপমুখ্যমন্ত্রী পদই পাচ্ছে বিজেপি। মুখও বদলাচ্ছে না।
নীতীশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। তাঁরাই ফের নীতীশের ডেপুটি হিসাবে শপথ নেবেন বৃহস্পতিবার। এদের মধ্যে সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপমুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই তাঁদের নাম ঘোষণা করেছেন। নীতীশের সঙ্গেই দুই উপমুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন।
উপমুখ্যমন্ত্রী ঠিক হলেও স্পিকার পদ নিয়ে বিজেপি-জেডিইউয়ের মধ্যে টানাপোড়েন অব্যাহত। বিধানসভা পরিচালনার ভার নিজেদের হাতে রাখতে মরিয়া এনডিএ-র প্রধান দুই শরিকই। সূত্রের খবর, বিধানসভার অধ্যক্ষের পদটি পেতে বিজেপি এবং জেডিইউ কেউই নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয়। জেডিইউ-এর নরেন্দ্র নারায়ণ যাদবও ছাড়তে চাইছেন না স্পিকারের পদ। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জোটের ছোট শরিক দলগুলোর সঙ্গেও কথা বলছেন।
এদিকে মন্ত্রিসভার বণ্টন অবশ্য একপ্রকার ঠিক হয়ে গিয়েছে। এনডিএ নেতারা ঠিক করেছেন, প্রতি ছ’জন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। সেই ফর্মুলা অনুযায়ী, বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন ১৫ জন। ১৩-১৪টি মন্ত্রক পেতে পারে নীতীশের জেডিইউ। চিরাগ পাসওয়ানের এলজেপি(আর) থেকে ৩ জন মন্ত্রী হবেন। একটি করে মন্ত্রক পাবে জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএম। তবে এখানেও টানাপোড়েন আছে, কে কোন মন্ত্রক পাবে তা নিয়ে। তবে এসবের মধ্যেই বৃহস্পতিবার দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার।