• মাও দমনে বিরাট অভিযান, ছত্তিশগড়-মধ্যপ্রদেশ সীমান্তে গুলির লড়াই! নিহত পুলিশকর্মী
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করা হবে, প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো কাজ এগোচ্ছে। ‘আত্মসমর্পণ অথবা মৃত্যু’, লাল সন্ত্রাসীদের যে কোনও একটি পথ বেছে নিতে হচ্ছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশার পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এবার তাতেই নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) পার্টির অন্তত ৫০ জন সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ। এদিকে ছত্তিশগড়-মধ্যপ্রদেশ সীমান্তে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের এক পুলিশকর্মীর।

    পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের বোর্তালভ অঞ্চলে কাঙ্ঘুরার জঙ্গলে অভিযান চলছিল। মাওবাদীদের কোণঠাসা করে ফেলে দুই রাজ্যের নিরাপত্তা বাহিনী। তখনই শুরু হয় উভয়পক্ষের গুলির লড়াই। তাতে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। অন্যদিকে বুধবার অন্ধ্রের পাঁচটি জেলায় অভিযান চালায় পুলিশ। পৃথক পৃথক অভিযানে অন্তত ৫০ জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গতকাল শীর্ষ মাওবাদী নেতা মাদবি হিদমার নিহত হয়। এরপরই পাঁচ জেলায় অভিযান চালায় অন্ধ্র পুলিশ। উল্লেখ্য়, মঙ্গলবার ‘জঙ্গলের ত্রাস’ মাদভি হিদমাকে খতম করার পর গুলির লড়াইয়ে আরও ৭ মাওবাদী নিহত হয়েছে। মৃতদের তালিকায় রয়েছে ৩ জন মহিলা সদস্যও।

    প্রসঙ্গত, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদকে পুরোপুরি নির্মূল করা হবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে জোরকদমে শুরু হয়েছে কাজ। গত কয়েক মাসে ছত্তিশগড়, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে আত্মসমর্পণ করেন কয়েকশো মাওবাদী। স্পষ্ট ভাষায় শাহ জানিয়েছেন, “যারা হিংসাত্যাগ করে মূল স্রোতে ফিরছেন তাঁদের স্বাগত জানাই। কিন্তু যারা এখনও বন্দুক চালিয়ে যাবে তাঁদের নিরাপত্তা বাহিনীর মারণ শক্তির মুখোমুখি হতে হবে।”
  • Link to this news (প্রতিদিন)