• ধারের টাকা ফেরত চাওয়ায় ইঞ্জিনিয়ার খুন! বাড়ির উঠোন খুঁড়ে উদ্ধার দেহ, গ্রেপ্তার তুতোভাই
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধারের টাকা ফেরত চাওয়ায় তুতো ভাইকে খুন! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের আত্তেবেলে অঞ্চলে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর অবশেষে ৩০ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রীনাথের দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে সোমবার গ্রেপ্তার করা হয়েছে প্রভাকর নামে শ্রীনাথের তুতোভাই ও তাঁর বন্ধু জগদীশকে। প্রভাকরের বাড়ির উঠোন খুঁড়ে উদ্ধার করা হয়েছে শ্রীনাথের দেহ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক শ্রীনাথ অন্ধ্রপ্রদেশের কুপ্পামের বাসিন্দা। কর্মসূত্রে আত্তিবেলের কাছে নেরলুরু শহরে একটি প্রযুক্তি সংস্থায় কাজ করতেন। সেখানেই স্ত্রী ও চার বছরের মেয়ের সঙ্গে থাকতেন শ্রীনাথ। সম্প্রতি শ্রীনাথের তুতোভাই প্রভাকর তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা ধার নেন। এবং প্রতিশ্রুতি দেন এই টাকা কোথাও বিনিয়োগ করে বিপুল মুনাফা-সহ টাকা ফেরত দেবেন। তবে মুনাফাতো দূর আসল টাকাও ফেরায়নি প্রভাকর। এই অবস্থায় প্রভাকরকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেয় শ্রীনাথ। অভিযোগ, তাতেই খুনের পরিকল্পনা করে অভিযুক্ত।

    পুলিশের দাবি অনুযায়ী, সম্প্রতি টাকা ফেরানোর কথা জানিয়ে শ্রীনাথকে কুপ্পামে ডেকে নেয় প্রভাকর। স্ত্রীকে ফোন করে বাড়ি ফেরার কথা জানান শ্রীনাথ। কুপ্পামে আসার পর সুযোগ বুঝে পিছন থেকে শ্রীনাথের মাথায় হাতুড়ির আঘাত করে অভিযুক্ত। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই অবস্থায় এক বন্ধুর সাহায্য নিয়ে বাড়ির উঠোনেই তাঁকে পুঁতে দেওয়া হয়।

    এদিকে দু’দিন পরও শ্রীনাথ বাড়ি না ফেরায় পুলিশের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। তদন্তে নেমে প্রভাকর ও তাঁর বন্ধু জগদীশকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। দুজনের পরস্পর বিরোধী মন্তব্যে সন্দেহ আরও বাড়ে। দীর্ঘ জেরার পর দুজনই খুনের কথা স্বীকার করে নেয়। এরপর অভিযোগের বাড়ির উঠোন খুঁড়ে শ্রীনাথের দেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের।
  • Link to this news (প্রতিদিন)