• NDA নেতা নির্বাচিত হয়েই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশের, শপথে কারা থাকবেন?
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। মঙ্গলবার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নীতীশ। সেই সঙ্গে সঙ্গেই বিহারের সপ্তদশ বিধানসভা ভেঙে গেল। এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হল। বৃহস্পতিবারই দশমবারের জন্য বিহারের কুরসিতে বসতে চলেছেন জেডিইউ সুপ্রিমো। ইতিমধ্যেই এনডিএ বিধায়করা রাজ্যপালের কাছে সমর্থন পত্র জমা দিয়েছেন।

    এদিন দুপুরেই আনুষ্ঠানিকভাবে জেডিইউ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন নীতীশ। পরে আবার তাঁকে এনডিএরও নেতা ঘোষণা করা হয়। অর্থাৎ তিনিই যে ফের পাটনার কুরসিতে বসতে চলেছেন, সেটা সরকারিভাবে নিশ্চিত হয়ে গেল। তারপরই তিনি রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়ে মন্ত্রিসভা ভেঙে দেন।

    নীতীশ কুমারের বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। তাঁরাই ফের নীতীশের ডেপুটি হিসাবে শপথ নেবেন বৃহস্পতিবার। এদের মধ্যে সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপমুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই তাঁদের নাম ঘোষণা করেছেন। নীতীশের সঙ্গেই দুই উপমুখ্যমন্ত্রী শপথ নিতে চলেছেন।

    মন্ত্রিসভার বণ্টন অবশ্য একপ্রকার ঠিক হয়ে গিয়েছে। এনডিএ নেতারা ঠিক করেছেন, প্রতি ছ’জন বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী করা হবে। সেই ফর্মুলা অনুযায়ী, বিজেপি থেকে মন্ত্রী হতে পারেন ১৫ জন। ১৩-১৪টি মন্ত্রক পেতে পারে নীতীশের জেডিইউ। চিরাগ পাসওয়ানের এলজেপি (আর) থেকে ৩ জন মন্ত্রী হবেন। একটি করে মন্ত্রক পাবে জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএম। তবে এখানেও টানাপোড়েন আছে, কে কোন মন্ত্রক পাবে তা নিয়ে। শোনা যাচ্ছে, আপাতত নীতীশের সঙ্গে ১৮ জন মন্ত্রী শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ সব এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। সেই সঙ্গে প্রায় ৩৫-৫০ হাজার এনডিএ সমর্থক হাজির থাকতে পারেন।
  • Link to this news (প্রতিদিন)