• ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই পরিবারের সদস্যদের! দেশছাড়া হওয়ার ভয়ে ‘আত্মঘাতী’ প্রৌঢ়
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: ফের বাংলায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এবার মৃত্যু হল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দার। খবর পেয়েই মৃতের বাড়িতে যান বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আবদুর রহিম দিলু। আশ্বাস দেন পাশে থাকার।

    জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার যদুরহাটি পূ্র্ব এলাকার বাসিন্দা ছিলেন সফিকুল মণ্ডল। তাঁর বয়স ৫৮ বছর। এসআইআর শুরু হওয়ার পর কমিশনের প্রকাশ করা ২০০২ সালের ভোটার তালিকা দেখেন তিনি। পরিবারের দাবি, ওই তালিকায় সফিকুলের নাম থাকলেও পরিবারের একাধিক সদস্যের নাম ছিল না। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন প্রৌঢ়। দেশছাড়া হওয়ার ভয় জাঁকিয়ে বসেছিল তাঁর মনে। অভিযোগ, এরই মাঝে মঙ্গলবার বিকেলে বাড়িতেই কীটনাশক খান ওই প্রৌঢ়।

    পরিবারের সদস্যরা টের পাওয়ামাত্রই তাঁকে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাঁকে রেফার করা হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কেই এই ঘটনা। বুধবার সকালে মৃতের বাড়িতে যান বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আবদুর রহিম দিলু। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। আশ্বাস দেন সবরকম সহযোগিতার। বিধায়ককে পাশে পেয়ে খানিকটা স্বস্তিতে মৃতার পরিবার। প্রসঙ্গত, রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জেলায় আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একজন বৈধ ভোটারও বাদ যাবেন না, গেলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে।  এদিকে কমিশনও বারবার জানিয়েছেন, ২০০২ সালে পরিবারের সকল সদস্যের নাম থাকতেই হবে তা নয়। তাতেও ভয় কাটছে না আমজনতার। 
  • Link to this news (প্রতিদিন)