• ‘বাংলাদেশি’ তকমায় পুলিশের হাতে আটক, ওড়িশায় নিগৃহীত বাংলার ১০ পরিযায়ী শ্রমিক!
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • কল্যাণ চন্দ্র, বহরমপুর: ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রেখে হেনস্তার অভিযোগ ভিনরাজ্যের পুলিশের বিরুদ্ধে। ওই শ্রমিকদের ভারতে থাকার সঠিক নথিপত্র রয়েছে। তারপরও তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্তা! শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার বলে অভিযোগ। বাংলার ১০ শ্রমিককে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। মুর্শিদাবাদের ৫ জন ও পূর্ব মেদিনীপুরের ৫ শ্রমিক হেনস্তার শিকার বলে প্রাথমিক খবর। একটি ভিডিও বার্তায় ওই শ্রমিকরা সাহায্য চেয়েছেন। 

    জানা গিয়েছে, বাংলার ওই পরিযায়ী শ্রমিকরা দীর্ঘ ১০-১২ বছর ধরে ওই রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজে যুক্ত। ওড়িশার জাজপুর টাউন থানা এলাকায় একটি বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন। সোমবার রাতে পুলিশ সেখানে হানা দেয় বলে অভিযোগ। সেসময় ওই শ্রমিকরা সারাদিনের খাটাখাটনির পর খেতে বসেছিলেন। খেতে না দিয়ে, তাঁদের থানায় তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

    রাতে শ্রমিকদের কেবল বিস্কুট খেতে দেওয়া হয়েছিল! থানায় শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ। পুলিশ এর আগেও বাড়ি গিয়ে ওই শ্রমিকদের পরিচয়পত্র খুঁটিয়ে দেখেছিল বলে খবর। এরপরও পুলিশ তাঁদের থানায় তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। বৈধ ভোটার, আধার কার্ড থাকলেও পুলিশ বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন তাঁরা। ওড়িশা থেকে তাঁদের উদ্ধারের আবেদনও জানানো হয়েছে। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ আটকদের পাশে দাঁড়িয়েছে। আইনি সহায়তাও করা হচ্ছে বলে খবর। পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরাও ঘটনায় আতঙ্কিত। ঘরের লোক সুস্থ শরীরে দ্রুত ফিরে আসুক, এমনই চাইছেন তাঁরা।
  • Link to this news (প্রতিদিন)