• কোটি টাকার গয়না লুট করে এগরার লজে গা ঢাকা! নয়ডা-এগরা পুলিশের অভিযানে ধৃত দুই মহিলা
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • রঞ্জন মহাপাত্র কাঁথি: নয়ডা এবং এগরা পুলিশের যৌথ অভিযানে মেদিনীপুরে উদ্ধার কোটি টাকার হিরে এবং সোনার অলঙ্কার। ঘটনায় দুই মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম মামনি যাদব এবং মনি যাদব। ধৃতদের পূর্ব মেদিনীপুরের এগরার একটি লজ থেকে ওই দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। বিপুল পরিমাণ এই হিরে এবং সোনার অলঙ্কার উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

    ধৃতদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ষড়রং গ্রামে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই মহিলা প্রায় এক মাস আগে নয়ডার একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, তাঁরা মালিকের বাড়ি থেকে বিপুল পরিমাণ হিরে ও সোনার গয়না চুরি করে পালিয়ে আসেন। যার আনুমানিক মূল্য কোটি টাকারও বেশি বলে দাবি পুলিশের। যদিও ঘটনার পর থেকে খোঁজ মিলছিল অভিযুক্ত মামনি এবং মনির। গত এক সপ্তাহ আগে ওই দুই মহিলা গ্রামে ফিরেছে বলে খবর যায় নয়ডা পুলিশের কাছে। সঙ্গে সঙ্গে এগরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে গ্রামে আসে নয়ডা থানার পুলিশ।

    ওই দুই মহিলার বাড়িতে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালায়। যদিও গ্রামে ফিরলেও স্থানীয় একটি লজে গা ঢাকা দেয় পুলিশ। ফলে বাড়ি থেকে খালি হাতেই ফিরতে হয় পুলিশকে। পরে যদিও ওই লজে হানাদ দিয়ে মামনি যাদব এবং মনি যাদবকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া হিরে ও সোনার গয়না। আজ, বুধবার ধৃত দুই মহিলাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। এই চুরির ঘটনা এবং উদ্ধার হওয়া গয়নার পরিমাণ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)