• আংশিক শিক্ষকরাও পেয়েছেন অভিজ্ঞতার নম্বর! হাই কোর্টে SSC জানাল, ‘প্রমাণ হলে বাতিল প্রার্থীপদ’
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • গোবিন্দ রায়: SSC-র ফল প্রকাশের পর নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। একাধিক দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে হাই কোর্টে। তার মধ্যেই রয়েছে, আংশিক সময়ের শিক্ষকদের অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়ার অভিযোগ।  বুধবার সেই মামলার শুনানিতে SSC জানাল, কোনও আংশিক সময়ের শিক্ষক যদি তথ্য গোপন করে নম্বর পেয়ে থাকেন, তার প্রার্থীপদ বাতিল করা হবে।  

    নিয়োগ পদ্ধতি অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে চলতি বছরের এপ্রিলে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মতো পরীক্ষা হয়। ফলাফলও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার জন্য যোগ করা হয়েছে ১০ নম্বর। অভিযোগ, আংশিক সময়ের ২ শিক্ষকও নাকি অভিজ্ঞতার জন্য নম্বর পেয়েছেন। তার ভিত্তিতেই মামলা দায়ের করা হয় হাই কোর্টে। প্রশ্ন তোলা হয়, যদি ২জন পান, তাহলে বাকিরা পাবেন না কেন? 

    বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল সেই মামলার শুনানি। সেখানেই এসএসসি জানায়,  “যদি কোনও আংশিক সময়ের শিক্ষক ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে তাঁর প্রার্থীপদ বাতিল হবে।” আগামী ২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওইদিনই স্কুল সার্ভিস কমিশনকে আদালতে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
  • Link to this news (প্রতিদিন)