• এবার নিয়োগ মামলায় জামিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের, জেলমুক্তি হবে?
    প্রতিদিন | ১৯ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগেই জামিনে জেলমুক্তি ঘটেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শর্তসাপেক্ষে আজ বুধবার তাঁর জামিন মঞ্জুর করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগে ইডির মামলায় জামিন পেয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। এদিন সিবিআই মামলাতেও জামিন পেলেন। ফলে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেলমুক্তি শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছেন আইনজীবীরা।

    ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’র যুক্তি দেখিয়ে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেলটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যে সময় এই নিয়োগ হয়েছিল, তখন কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। তাঁর আমলে স্কুলে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল। এছাড়া ২০২২ সালে পর্ষদ সভাপতি হিসেবে কল্যাণময়ের মেয়াদ শেষের পরও পদ আঁকড়ে ছিলেন বলে অভিযোগ। কেন তিনি মেয়াদের পরও বেতন-সহ ওই পদে ছিলেন, ওঠে এই প্রশ্ন। এসব কিছুর তদন্তে নেমে ইডি তাঁকে গ্রেপ্তার করে। পরে সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হন। যদিও ইডির মামলায় এর আগেই তাঁর জামিন মঞ্জুর হয়।

    সম্প্রতি সিবিআই মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। মামলার শুনানিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের তীব্র বিরোধীতা করে সিবিআই। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, এই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। গুরুত্বপূর্ণ দুজনের সাক্ষ্যগ্রহণ এখনও বাকি রয়েছে। তাঁদের সাক্ষ্যগ্রহণ মিটে গেলেই যাতে জামিনের শুনানি হয় সেই আবেদন জানানো হয় সিবিআইয়ের তরফে। যদিও আদালত তা খারিজ করে  কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে।

    বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ জেলদশা কাটিয়ে আপাতত বেহালা বাড়িতে রয়েছেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)