• নিউটাউনে ব্যবসায়ী খুনে আগাম জামিন চেয়ে আদালতে বিডিও প্রশান্ত বর্মন
    এই সময় | ১৯ নভেম্বর ২০২৫
  • নিউটাউন স্বর্ণ ব্যবসায়ী খুনে জড়িয়ে পড়েছিল রাজগঞ্জের বিডিওর নাম। এ বার আগাম জামিনের আবেদন জানিয়ে বারাসাত জেলা আদালতের দ্বারস্থ হলেন ওই বিডিও প্রশান্ত বর্মন, খবর আদালত সূত্রে।

    উত্তর ২৪ পরগনার বারাসাত জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। ওই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে ১১ নভেম্বর আদালতের দ্বারস্থ হন তিনি। ২৬ নভেম্বর, এই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রের খবর।

    অন্যদিকে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার পুলিশ। ধৃতের নাম বিবেকানন্দ সরকার ওরফে সোনাই। এই নিয়ে ওই খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। ধৃতদের মধ্যে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ বলে পরিচিত তুফান থাপা এবং বিডিওর গাড়িচালক রাজু ঢালিও রয়েছে।

  • Link to this news (এই সময়)