• কীটনাশক খেয়ে আত্মঘাতী প্রৌঢ়, SIR-কে দুষছে পরিবার
    এই সময় | ২০ নভেম্বর ২০২৫
  • SIR-এর আবহে ফের সামনে এল আত্মহত্যার ঘটনা। নিহতের নাম শফিকুল মণ্ডল, বয়স ৫৭ বছর। SIR নিয়ে আতঙ্কের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ পরিবারের। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরহাটির ঘটনা।

    পরিবারের দাবি, বাদুড়িয়ার ওই এলাকায় তাঁরা বংশ পরম্পরায় ১০০ বছরেরও বেশি সময় ধরে বাস করছেন। শফিকুল মণ্ডলের প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আবার দ্বিতীয় বিয়ে করেন তিনি। এসআইআর শুরুর পরে দেখা যায় সেই দ্বিতীয় স্ত্রীর নথিতে সমস্যা রয়েছে। পরিবার জানিয়েছে, নথিতে দ্বিতীয় স্ত্রীর যা বয়স লেখা ছিল, তার সঙ্গে সন্তানদের বয়সের ২-৩ বছরের ফারাক রয়েছে। এই নিয়েই সমস্যা হয়েছিল বলে অভিযোগ। পরিবারের দাবি, এরই মধ্যে শফিকুল কোনও জায়গা থেকে শোনেন নথিতে সমস্যা থাকায় তাঁকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। তা নিয়েই তিনি প্রবল উদ্বেগে ছিলেন বলে দাবি পরিবারের।

    মৃতের ছেলে রুহুল আমিন মন্ডলের অভিযোগ, ‘ভয় পেয়ে গিয়েছিল। এসআইআর নিয়েই ভয়ে ছিল। বাবা আর আমাদের কাগজে কোনও সমস্যা নেই। বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, তাঁর কাগজে সমস্যা ছিল। তা নিয়েই ১৫ দিন ধরে দৌড়াদৌড়ি করছিল।’ মৃতের ভাইপো শাহানুর জামানেরও অভিযোগ, ‘এসআইআর নিয়ে ভয়ে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। নামের বানানে ভুল ছিল, বয়স নিয়ে একটু গন্ডগোল ছিল, তা নিয়েই চিন্তায় ছিলেন।’

    পরিবার জানিয়েছে, মঙ্গলবার দুপুরে জমিতে দেওয়া কীটনাশক খান তিনি। পড়শিরা তড়িঘড়ি বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট মর্গে পাঠিয়েছে।

  • Link to this news (এই সময়)