• হঠাৎ নিরুদ্দেশ আল-ফালাহের ১০ কর্মী-পড়ুয়া, বাড়ছে রহস্য
    বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি, ১৯ নভেম্বর: দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর থেকে আলোচনার কেন্দ্রে আল-ফালাহ। নাশকতার সঙ্গে জড়িয়েছে ফরিদাবাদের বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির নাম। পর্দা ফাঁস হয়েছে ‘মেডিকেল মডিউলে’র। যাদের সঙ্গে যোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের। এর মধ্যেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, গত কয়েকদিন থেকে ফরিদাবাদের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের প্রত্যেকের মোবাইল ফোন বন্ধ। বেপাত্তা এই ১০ জনের মধ্যে তিনজন কাশ্মীরের বাসিন্দা বলে জানা গিয়েছে। বিষয়টি প্রশাসনের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।

    লালকেল্লা বিস্ফোরণের তদন্তে জম্মু-কাশ্মীর ও হরিয়ানা পুলিশ যৌথ অভিযান চালিয়েছিল। সে সময় সামনে আসে আল-ফালাহের একাধিক ব্যক্তির রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার বিষয়টি। তাঁদের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের কর্মী। কেউ বা আবার পড়ুয়া।

    নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে কি বিস্ফোরণ কাণ্ডের কোনও যোগ আছে? তারাও কি ‘মেডিকেল মডিউল’-এর সঙ্গে যুক্ত? এই প্রশ্নে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ গোয়েন্দারা। যদিও নিখোঁজ এই ১০ জনের জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে তাদের হদিশ পাওয়াই তদন্তকারীদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ।

    আর্থিক দুর্নীতির অভিযোগে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গতকাল গ্রেফতার করে ইডি। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত অন্তত ৯টি ভুয়ো কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে। যাদের ঠিকানা একই। এই অনিয়মের টাকা সন্ত্রাসে ব্যবহার হয়েছে কি-না, খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)