আগামীকাল শপথ নীতীশের, মোদি-শাহ ছাড়া আমন্ত্রিতদের তালিকায় কে কে?
বর্তমান | ২০ নভেম্বর ২০২৫
পাটনা, ১৯ নভেম্বর: মঞ্চ প্রস্তুত। আগামীকাল, বৃহস্পতিবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। এই নিয়ে দশমবারের জন্য পাটুলিপুত্রের মসনদে বসতে চলেছেন বর্ষীয়ান এই জেডিইউ নেতা। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে সকাল দশটায় শপথগ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে সেজে উঠছে গান্ধী ময়দান। আমন্ত্রিতদের তালিকা বেশ লম্বা-চওড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ছাড়াও আছেন একাধিক ডাবল ইঞ্জিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। তাঁদের মধ্যে যোগী আদিত্যনাথ, চন্দ্রবাবু নাইডু, রেখা গুপ্তা, মোহন যাদব, দেবেন্দ্র ফড়নবিশ প্রমুখ উল্লেখযোগ্য।
আজ, বুধবার বিকেলে বিহার বিধানসভার সেন্ট্রাল হলে এনডিএ-র নবনির্বাচিত বিধায়ক দলের বৈঠকে নীতীশ কুমারকে সর্বসম্মতভাবে দলনেতা বেছে নেওয়া হয়। তাঁর নাম প্রস্তাব করেন জেডিইউ-র বিজয় চৌধুরী ও তাকে সমর্থন করেন বিজেপির সম্রাট চৌধুরী। এর কিছুক্ষণ পরেই রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে ইস্তফাপত্র তুলে দেন নীতীশ। সেইসঙ্গে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানান। এই সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান, আরএলএম প্রধান উপেন্দ্র কুশওয়া এবং উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।
সূত্রের খবর, চিরাগ পাসোয়ানের এলজেপি থেকে তিনজন মন্ত্রী হতে পারেন। অন্যদিকে হাম ও আরএলএম একজন করে মন্ত্রী পেতে চলেছে। সবচেয়ে বেশি সংখ্যক মন্ত্রী হবেন বিজেপি থেকে। তাদের ১৬ বিধায়ক মন্ত্রিসভার সদস্য হতে পারেন। জেডিইউ থেকে মন্ত্রী হতে পারেন ১৪ জন।